বাংলা নিউজ > ময়দান > ICC প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন ওয়ার্নার, দৌড়ে রয়েছেন পাক তারকাও, কারা রয়েছেন তালিকায়?

ICC প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হলেন ওয়ার্নার, দৌড়ে রয়েছেন পাক তারকাও, কারা রয়েছেন তালিকায়?

সাউদি, ওয়ার্নার ও আবিদ। ছবি- আইসিসি।

T20 বিশ্বকাপের সেরা ক্রিকেটারের হাতে কি উঠবে নভেম্বরের সেরা প্লেয়ারের পুরস্কার?

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন টি-২০ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের সঙ্গে লড়াইয়ে রয়েছেন কিউয়ি পেসার টিম সাউদি ও পাক ওপেনার আবিদ আলি।

মেয়েদের বিভাগে প্লেয়ার অফ দ্য মনথ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশর নাহিদা আকতার, পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।

ডেভিড ওয়ার্নার: ওয়ার্নার গত টি-২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। নভেম্বরে বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ৮৯ রান করেন ডেভিড। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অজি তারকা।

টিম সাউদি: সাউদি টি-২০ বিশ্বকাপের ফর্ম ধরে রাখেন ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেও। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কানপুর টেস্টেও অনবদ্য বোলিং করেন কিউয়ি পেসার। নভেম্বরে টি-২০ বিশ্বকাপের ৫টি ম্যাচে মাঠে নেমে ৬টি উইকেট নেন সাউদি। ভারতের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচে মাঠে নেমে ৪টি উইকেট দখল করেন তিনি। কানপুর টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট পকেটে পোরেন সাউদি।

আবিদ আলি: পাক ওপেনার বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৩৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৯১ রান। পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবিদ।

বন্ধ করুন
Live Score