অস্ট্রেলিয়াকে বার্মিংহ্যাম কমওয়েলথ গেমস থেকে সোনা এনে দেওয়ার পিছনে ব্যাট হাতে মুখ্য ভূমিকা নেন বেথ মুনি। সেই সুবাদে তিনি ব্যক্তিগত আইসিসি ব়্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেন। ক্যাপ্টেন মেগ ল্যানিংকে টপকে আইসিসির এক নম্বর মহিলা টি-২০ ব্যাটারে পরিণত হন তিনি।
মুনি টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৭৯ রান সংগ্রহ করেন। ভারতের বিরুদ্ধে ফাইনালে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। বলা যায় যে, ভারতের কাছ থেকে সোনার পদক ছিনিয়ে নিয়ে যান মুনিই। অন্যদিকে ল্যানিং বার্মিংহ্যামে সাকুল্যে ৯১ রান সংগ্রহ করেন। মুনি এক নম্বরে উঠে আসায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় ল্যানিংকে।
উল্লেখযোগ্য বিষয় হল মহিলা ক্রিকেটে টি-২০ ব্যাটারদের প্রথম দশে রয়েছেন চারজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তালিয়া ম্যাকগ্রা রয়েছেন পাঁচে। নয় নম্বরে রয়েছেন অ্যালিসা হিলি।
কমনওয়েলথ গেমসের অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে ভারতীয়দের মধ্যে টি-২০ ব্যাটারদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন জেমিমা রডরিগেজ। তিনি ঢুকে পড়েছেন প্রথম দশে। জেমিমাকে নিয়ে আইসিসি মহিলা টি-২০ ব্যাটারদের তালিকার প্রথম দশে জায়গা করে নিলেন তিনজন ভারতীয় তারকা। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী স্মৃতি মন্ধনা ভারতের এক নম্বর টি-২০ ব্যাটার। তিনি রয়েছে বিশ্বব়্যাঙ্কিংয়ের চার নম্বরে। শেফালি বর্মা রয়েছেন ছয়ে এবং ১০ নম্বরে অবস্থান করছেন জেমিমা। হরমনপ্রীত কউর ব্যাটারদের তালিকার ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।
এছাড়া ব্যাটারদের প্রথম দশে নিউজিল্যান্ডের ২ জন ক্রিকেটার রয়েছেন। তৃতীয় স্থানে রয়েছেন সোফি ডিভাইন। সুজি বেটস রয়েছেন সাতে। আট নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু।
বোলারদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা। শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। টি-২০ অল-রাউন্ডারদের তালিকার চার নম্বরে অবস্থান করছেন দীপ্তি। এক নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।