বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: ভাইস ক্যাপ্টেন হয়েই T20 ব়্যাঙ্কিংয়ে উপরে ওঠা শুরু লোকেশ রাহুলের, কত নম্বরে রয়েছেন কোহলি?

ICC Ranking: ভাইস ক্যাপ্টেন হয়েই T20 ব়্যাঙ্কিংয়ে উপরে ওঠা শুরু লোকেশ রাহুলের, কত নম্বরে রয়েছেন কোহলি?

ডি'কককে অভিনন্দন লোকেশ রাহুলের। ছবি- বিসিসিআই।

প্রথম দশে ঢুকতে পারলেন না টিম ইন্ডিয়ার নতুন টি-২০ অধিনায়ক রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের আগে আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন লোকেশ রাহুল। বিশ্বব়্যাঙ্কিংয়ের প্রথম দশে নিজের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি।

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উঠে এলেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। তিনি পাঁচ নম্বর থেকে চারে উঠে আসেন। লোকেশ পিছনে ফেলে দেন ইংল্যান্ডের ডেভিড মালানকে। ব্রিটিশ তারকা চার থেকে পাঁচে নেমে গিয়েছেন।

বিরাট কোহলি টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই দশ নম্বরে অবস্থান করছেন। বাবর আজম যথারীতি শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।

ছয়, সাত, আট ও নয় নম্বরে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, নিউডিল্যান্ডের ডেভন কনওয়ে, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার দাসেন ও নিউজিল্যান্ডের মার্টিন গাপ্তিল। ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন ১১ নম্বরে।

টি-২০ বোলারদার তালিকার প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। ২০ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ১০ ধাপ উঠে এসে ১৮ নম্বরে অবস্থান করছেন। জেসন হোল্ডার ৩ ধাপ উন্নতি করে বোলারদের তালিকার ২৩ নম্বরে রয়েছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টি-২০ অল-রাউন্ডারদের প্রথম দশেও ভারতের কোনও ক্রিকেটার নেই। এক নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি। মইন আলি ২ ধাপ উঠে তিন নম্বরে চলে এসেছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন