আগের দিনই তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির সর্বোচ্চ পুরস্কার জিতেছেন ভারতের স্মৃতি মন্ধনা। পরের দিন অপর এক ভারতীয় তারকা আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে সরিয়ে টি-২০ বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন শেফালি বর্মা।
আইসিসির সদ্য প্রকাশিত মহিলা টি-২০ ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ১৭ বছর বয়সী ভারতীয় ওপেনার। যদিও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার হওয়া শেফালির এই প্রথম নয়। এর আগেও তিনি শীর্ষে পৌঁছেছিলেন। সেদিক থেকে শেফালি মুকুট ফিরে পেলেন বলা যায়।
শেফালি ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করায় পিছিয়ে যেতে হয় মুনিকে। তিনি আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন নম্বরে রয়েছেন আরও এক অজি তারকা মেগ ল্যানিং। তিনি স্মৃতি মন্ধনাকে পিছনে ফেলে দেন। মন্ধনা ১ ধাপ পিছিয়ে চার নম্বরে অবস্থান করছেন।
কমনওয়েলথ গেমসের কোয়ালিফায়ারে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি করে ৮ নম্বরে চলে এসেছেন। ভারতের জেমিমা রডরিগেজ ১২ ও হরমনপ্রীত কউর ১৮ নম্বরে অবস্থান করছেন।
টি-২০ বোলারদের প্রথম দশে রয়েছেন দু'জন ভারতীয় ক্রিকেটার। দীপ্তি শর্মা চার নম্বরে এবং রাজেশ্বরী গায়কোয়াড় ১০ নম্বরে অবস্থান করছেন। টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় একধাপ উঠে তিন নম্বরে অবস্থান করছেন দীপ্তি।