এমন অভাবনীয় লাফ দিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়তে দেখা যায় খুব কম ক্রিকেটারকেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে সূর্যকুমার যাদব রীতিমতো অবাক করা লাফ দিলেন আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের তালিকার প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি হলেন সূর্যকুমার। তিনি রয়েছেন ৫ নম্বরে। উল্লেখযোগ্য বিষয় হল, যাদব এক্ষেত্রে লাফ দিয়েছেন ৪৪ ধাপ। সুতরাং, বলাই যায় যে, কার্যত ৫০ থেকে ৫ নম্বরে উঠে আসেন সূর্যকুমার।
অর্থাৎ, রোহিত শর্মা বা বিরাট কোহলি নন, আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী ভারতের এক নম্বর টি-২০ ব্যাটসম্যান এখন সূর্যকুমার যাদব। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে সূর্যকুমার ১৭১ রান সংগ্রহ করেন। তিনটি ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩৯, ১৫ ও ১১৭ রান।
আরও পড়ুন:- ICC Ranking: আড়াই বছর পরে হারানো সিংহাসন ফিরে পেলেন বুমরাহ, ফের বিশ্বসেরা জসপ্রীত
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে মাঠে নামেননি ভুবনেশ্বর কুমার। তা সত্ত্বেও প্রথম ২টি ম্যাচের পারফর্ম্যান্স দিয়ে ভুবি জিতে নেন সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার। ২টি ম্যাচে সাকুল্যে ৪টি উইকেট নিয়ে ভুবনেশ্বর আইসিসি ব়্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়েন। তিনি ৭ ধাপ উঠে এসে টি-২০ বোলারদের তালিকার ৭ নম্বরে জায়গা করে নেন।
টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে রয়েছেন বাবর আজম। দ্বিতীয় স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান। ভারতের ইশান কিষাণ রয়েছেন ১২ নম্বরে। রোহিত শর্মা ও লোকেশ রাহুল অবস্থান করছেন যথাক্রমে ১৮ ও ১৯ নম্বরে। শ্রেয়স আইয়ার রয়েছেন ২১-এ। ২৫ নম্বরে রয়েছেন বিরাট কোহলি।
বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন জোস হ্যাজেলউড। যুজবেন্দ্র চাহাল রয়েছেন ১৯ নম্বরে। হার্ষাল প্যাটেল ২৩ ও বুমরাহ ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।