বাংলা নিউজ > ময়দান > IPL নিলামে যাঁকে কেউ দলে নেয়নি, তিনি উঠে এলেন এক নম্বরে, যাঁর দাম ১০.৭৫ কোটি, তিনি পিছিয়ে গেলেন বিশ্বব়্যাঙ্কিংয়ে

IPL নিলামে যাঁকে কেউ দলে নেয়নি, তিনি উঠে এলেন এক নম্বরে, যাঁর দাম ১০.৭৫ কোটি, তিনি পিছিয়ে গেলেন বিশ্বব়্যাঙ্কিংয়ে

নিলামের টেবিলে জাহির খানরা। ছবি- বিসিসিআই।

ICC ব়্যাঙ্কিংয়ে বিস্তর রদবদল, যদিও জায়গা ধরে রাখলেন কোহলিরা।

আইপিএল নিলামে কেউ দলে নেয়নি, এমন ক্রিকেটার নিলামের দিন দু'য়েক পরেই বিশ্বব়্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে এলেন। অন্যদিকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকার বিরাট অঙ্কে বিক্রি হওয়া তারকা নিলামের ঠিক পরেই আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন।

১ কোটি টাকা বেস প্রাইসের তাবরাইজ শামসি এবার আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থাকেন। নিলামের সময় তিনি ছিলেন আইসিসির ২ নম্বর টি-২০ বোলার। নিলামের পরে আইসিসির সদ্যপ্রকাশিত ব়্যাঙ্কিং অনুযায়ী তিনি এখন বিশ্বের সেরা টি-২০ বোলার। শামসি এক ধাপ উঠে আসেন বিশ্বব়্যাঙ্কিংয়ে।

অন্যদিকে টি-২০ ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকাকালীন শ্রীলঙ্কার স্পিনার অল-রাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় দলে নেয় আরসিবি। হাসারাঙ্গা সাম্প্রতিক ব়্যাঙ্কিং তালিকায় ২ ধাপ পিছিয়ে তিন নম্বরে চলে গিয়েছেন।

আইসিসির টি-২০ বোলারদের তালিকায় বড়সড় লাফ দেন জোস হ্যাজেলউড। তিনি চার ধাপ উপরে উঠে আসেন। রশিদ খান (৬), অ্যাডাম জাম্পা (৫), আদিল রশিদ (৪) ও হাসারাঙ্গাকে টপকে দু'নম্বরে পৌঁছে যান অজি পেসার।

ব্যাটসম্যানদের তালিকার প্রথম দশে একটিমাত্র বদল হয়েছে। ফিঞ্চ নেমে গিয়েছেন সাতে। ডেভন কনওয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। যথারীতি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে বাবর আজম, মহম্মদ রিজওয়ান ও এডেন মার্করাম। লোকেশ রাহুল ৪ নম্বর স্থান ধরে রেখেছেন। কোহলি আগের মতোই অবস্থান করছেন ১০ নম্বরে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন