বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে সূর্যকুমার, মালানের বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি

ICC Ranking: কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে সূর্যকুমার, মালানের বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি

সূর্যকুমার যাদব। ছবি- এএফপি।

ICC T20 Rankings: বিশ্বব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। টি-২০ ব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ কুল-চা জুটির।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে নজরকাড়া পারফর্ম্যান্সের সুবাদে আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। বরং বলা ভালো যে রেটিং পয়েন্টে বাকিদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন ভারতীয় তারকা।

উল্লেখ্যযোগ্য বিষয় হল, টি-২০ কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছে গেলেন সূর্যকুমার। তাঁর সামনে সুযোগ রয়েছে ডেভিড মালানের সর্বকালীন রেকর্ড ভেঙে দেওয়ার।

রাঁচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪৭ রানের আগ্রাসী ইনিংসের পরে সূর্কুমারের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯১০। পরে লখনউয়ের ধীর স্থির ২৬ রানের ইনিংসের পরে তাঁর সংগৃহীত রেটিং পয়েন্ট কমে দাঁড়ায় ৯০৮। আমবাদাদের তৃতীয় টি-২০ ম্যাচে মারকাটারি ইনিংস খেলতে পারলে মালানকে টপকে সব থেকে বেশি রেটিং পয়েন্টের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়তে পারেন যাদব।

ইংল্যান্ডের মালান ২০২০ সালে ৯১৫ রেটিং পয়েন্টে পৌঁছন। বিশ্বের আর কোনও টি-২০ ব্যাটার কখনও এত রেটিং পয়েন্টে পৌঁছতে পারেননি। এবার সূর্কুমার পৌঁছে গিয়েছেন সেই রেকর্ডের খুব কাছে। আপাতত সূর্যকুমার সর্বকালীন সর্বোচ্চ রেটিং পয়েন্টের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন।

আরও পড়ুন:- Women's T20 World Cup: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত, দেখুন অনুশীলন ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচি

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় ব্যাটার, বোলার ও অল-রাউন্ডারদের প্রথম দশে বিস্তর কিছু রদবদল হয়নি। শুধু ব্যাটারদের তালিকায় ফিঞ্চ উঠে এসেছেন ৮ নম্বরে। ফিলিপস নেমে গিয়েছেন ৯-এ।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-২০ ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি ১৪ , লোকেশ রাহুল ২৫, রোহিত শর্মা ২৮, ইশান কিষাণ ৪৫, হার্দিক পান্ডিয়া ৫৩, শ্রেয়স আইয়ার ৬৪ ও ঋষভ পন্ত ৯৪ নম্বরে রয়েছেন।

টি-২০ বোলারদের তালিকায় বিরাট লাফ দিয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুলদীপ ১৭ ধাপ উঠে এসে ৮১ নম্বরে অবস্থান করছেন। চাহাল ৯ ধাপ উঠে এসে ৩৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ২০, অর্শদীপ সিং ২১, রবিচন্দ্রন অশ্বিন ২৯, অক্ষর প্যাটেল ৩০, হার্ষাল প্যাটেল ৬১, হার্দিক পান্ডিয়া ৬৬, রবি বিষ্ণোই ৮২, জসপ্রীত বুমরাহ ৮৪, দীপক চাহার ৮৬, মহম্মদ শামি ৯২ ও মহম্মদ সিরাজ ৯৯ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন:- BPL-এ ধুমধাড়াক্কা ক্রিকেট, চার-ছক্কার ঝড় তুললেন তামিম-রিজওয়ানরা, সেঞ্চুরি চার্লসের

টি-২০ অল-রাউন্ডারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন হার্দিক পান্ডিয়া। তালিকার প্রথম কুড়িতে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। উল্লেখ্য, টি-২০ বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন শাকিব আল হাসান।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন