বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: এক নম্বরের মুকুট খোয়ালেন সিরাজ, উইলিয়ামসনের উত্থানে সিংহাসন টলমল ল্যাবুশানের

ICC Ranking: এক নম্বরের মুকুট খোয়ালেন সিরাজ, উইলিয়ামসনের উত্থানে সিংহাসন টলমল ল্যাবুশানের

আইসিসি ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলেন সিরাজ। ছবি- এপি।

ICC Player Rankings: টেস্টের ব্যক্তিগত ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ালের মহম্মদ সিরাজ। ওয়ান ডে বোলারদের তালিকায় এক থেকে তিনে নেমে গেলেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সিরাজকে টপকে ওয়ান ডে ক্রিকেটের এক নম্বর বোলারে পরিণত হলেন জোশ হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৩টি উইকেট নেওয়া সত্ত্বেও বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হল সিরাজকে। অন্যদিকে হ্যাজেলউড ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ না খেলা সত্ত্বেও আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেন। ওয়ান ডে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

ভারতের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে দুর্দান্ত বল করা মিচেল স্টার্ক বিশ্বব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি আপাতত সিরাজের সঙ্গে যুগ্মভাবে বোলারদের তালিকার তিন নম্বরে অবস্থান করছেন।

অন্য়দিকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরের সিংহাসন টলমল করছে মার্নাস ল্যাবুশানের। অজি তারকা আপাতত এক নম্বরে টিকে থাকলেও তাঁর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ২টি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেন উইলিয়ামসন। যার পুরস্কার মেলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ উঠে এসে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন কিউয়ি তারকা।

আরও পড়ুন:- Greatest Stumping Of All Time: ধোনি দেখলে গর্বিত হবেন নিশ্চিত, এটাই কি সর্বকালের সেরা স্টাম্প-আউট?- ভাইরাল ভিডিয়ো

উইলিয়ামসনের উত্থানে এক ধাপ করে পিছিয়ে যেতে হয়েছে স্টিভ স্মিথ, জো রুট, বাবর আজম ও ট্রেভিস হেডকে। চার তারকা আপাতত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। টেস্ট ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি ঋষভ পন্ত। তিনি ৯ নম্বরে জায়গা ধরে রেখেছেন। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন যুগ্মভাবে ১১ নম্বরে। ১৩ নম্বরে রয়েছেন কোহলি।

আরও পড়ুন:- WPL Points Table: শেষ রাউন্ডে বাজিমাত, মুম্বইয়ের মুখের গ্রাস কেড়ে লিগ চ্যাম্পিয়ন দিল্লিওয়ালিরা

রবিচন্দ্রন অশ্বিন টেস্ট বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। জাদেজা টেস্ট বোলারদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন। বুমরাহ রয়েছেন ৭ নম্বরে। অক্ষর প্যাটের টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন।

এই মুহূর্তে আইসিসির এক নম্বর ওয়ান ডে ব্যাটসম্যান হলেন বাবর আজম। ওয়ান ডে ব্যাটসম্যানদের তালিকায় গিল ৫ নম্বরে, বিরাট যুগ্মভাবে সাতে এবং রোহিত শর্মা ৯ নম্বের অবস্থান করছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন