বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: ইদে বড় উপহার, একদিনের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে শাকিব

ICC Ranking: ইদে বড় উপহার, একদিনের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে শাকিব

শাকিব আল হাসান (ছবি:গেটি ইমেজ)

বোলিংয়ে ৯ ধাপ এগিয়ে শাকিব পৌঁছালেন ৮ নম্বরে, ভারত থেকে রয়েছেন একমাত্র বুমারহ। 

জিম্বাবোয়ের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট ও বল হাতে সাফল্য পেয়েছেন শাকিব আল হাসান। তিনি সিরিজ সেরা হয়েছেন। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলে প্রভাব পড়েছে তাঁর র‍্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের তালিকায় নয় ধাপ এগিয়ে তিনি ফিরেছেন সেরা দশে। আর ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। ভারত থেকে একমাত্র জসপ্রীত বুমরাহ রয়েছেন দশ জনের মধ্যে। বুমারহের র‍্যাঙ্কিং ৬। বাংলাদেশের রয়েছেন দুজন। শাকিব ছাড়াও রয়েছেন মেহেদি হাসান মিরাজ। দুই ধাপ পিছলেও মাহেদি রয়েছেন চার নম্বরে।

গত সপ্তাহে হওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার সপ্তাহের ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার বিচারে র‍্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন শাকিব আল হাসান। জিম্বাবোয়ের মাটিতে আয়োজকদের হোয়াইটওয়াশ করা সিরিজে বাঁহাতি স্পিনে ৮ উইকেট নিয়েছিলেন শাকিব। তিনিই সিরিজের সব থেকে বেশি উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্স বিচার বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন শাকিব। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। এদিন আইসিসির খুশির খবরের পাশাপাশি বকরি ইদ বা ইদ-উল-আদাহ উৎসব ছিল। তাই বাংলাদেশ দলের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানান হয়। 

বহুদিন ধরে বড় ইনিংসের খোঁজে ছিলেন শাকিব। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে ফর্মে ফেরেন। ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি একাই জেতান দলকে। বাকি দুই ম্যাচে রান করেছেন ১৯ ও ৩০। সব মিলিয়ে ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ২৮তম স্থানে রয়েছেন শাকিব। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন বাবর আজম। প্রথম পাঁচ স্থানে রয়েছেন যথারীতি বাবর আজম, বিরাট কোহলি, রোহিত শর্মা, রস টেইলর ও অ্যারন ফিঞ্চ। তৃতীয় ম্যাচে ২৯৯ রান তাড়ায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল খেলেন ১১২ রানের ঝকঝকে এক ইনিংস। এতে তিনি এগিয়েছেন এক ধাপ, আছেন ২৩ নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে দুই ধাপ এগিয়ে তালিকায় ১৬ নম্বরে শিখর ধাওয়ান।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের যুজবেন্দ্র চাহাল, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি, আয়ারল্যান্ডের সিমি সিং ও জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি এগিয়েছেন। ট্রেন্ট বোল্টই রয়েছেন শীর্ষে। দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। দুইয়ে আছেন মুজিব উর রহমান, তিনে ক্রিস ওকস।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ? 'রক্ত মাংসের লক্ষ্মীদের অবমাননা…' বাড়ির লক্ষ্মীপুজো নিয়ে বড় সিদ্ধান্ত অপরাজিতার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.