বাংলা নিউজ > ময়দান > ICC T20 Rankings: প্রথম ১০ থেকে ছিটকে গেলেন কোহলি, বড় লাফ KKR অধিনায়ক শ্রেয়সের

ICC T20 Rankings: প্রথম ১০ থেকে ছিটকে গেলেন কোহলি, বড় লাফ KKR অধিনায়ক শ্রেয়সের

শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। ছবি- এএফপি।

ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম নিজের স্থান ধরে রেখেছেন।

আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বিশ্বব়্যাঙ্কিংয়ে বহুদিন পর প্রথম ১০ থেকেই ছিটকে গেলেন বিরাট কোহিল। তবে ভারতের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুফল পেলেন নতুন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার।

শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল কোহলিকে। তারই পরিণামে কোনো ম্যাচ না খেলায়, মার্চ মাসে আইসিসির প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি একেবারে পাঁচ ধাপ নীচে নেমে ১৫ নম্বরে চলে গেলেন। সিরিজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাটও চলেনি। মাত্র ৫০ রান করেছিলেন তিনি। দুই ধাপ নেমে নতুন তালিকায় ১৩ নম্বরে রয়েছেন রোহিত। তবে ১৭৪-র অধিক স্ট্রাইক রেটে ২০৪ রান করা শ্রেয়স ২৭ ধাপ এগিয়ে এসেছেন। তিনি রয়েছে ১৮ নম্বরে। 

প্রথম ১০ ভারতীয় ব্যাটার বলতে চার ধাপ নেমে ১০ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। তিনিও শ্রীলঙ্কা সিরিজের পাশপাশি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও চোটের কারণে মাঠে নামতে পারেনি। তবে শ্রীলঙ্কার হয়ে প্রভাবিত করা ওপেনার পাথুম নিসঙ্কা ছয় ধাপ লাফিয়ে নয় নম্বরে নিজের জায়গা করে নিয়েছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষে বাবর আজম নিজের স্থান ধরে রেখেছেন। প্রথম পাঁচে কোনোরকম পরিবর্তন হয়নি। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন ভুবনেশ্বর কুমার।

বন্ধ করুন