টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামে আফগানিস্তান। তবে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করে ফেলেন রশিদ খানরা। অন্য ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই চালায় ইংল্যান্ড। শেষমেশ ম্য়াচ জিতে মাঠ ছাড়েন বাটলাররা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা হেরে যায় হিমাচলপ্রদেশের বিরুদ্ধে। মুস্তাক আলির শেষ আটের লড়াইয়ে দুর্দান্ত শতরান করেন শুভমন গিল। সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালে জয় তুলে নেয় বাংলা।
সেমিতে উঠল মুম্বই
শ্রেয়স আইয়ারের ৪০ রান এবং শিবম দুবের অপরাজিত ২৫ রানের সৌজন্যে দুই উইকেটে জিতে গিয়েছেন অজিঙ্কা রাহানেরা। সৌরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে উঠল মুম্বই – আরও পড়ুন এখানে
ম্যাচের সেরা বাটলার
৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জোস বাটলার।
জমে গেল গ্রপের লড়াই
ইংল্যান্ডের জয়ের ফলে গ্রুপ-১'এ নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, তিন দলের সংগ্রহে দাঁড়ায় ৪ ম্যাচে ৫ পয়েন্ট করে। শ্রীলঙ্কার দখলে রয়েছে ৪ ম্যাচে ৪ পয়েন্ট। সুতরাং, যে কোনও দু'টি দল জায়গা করে নিতে পারে সেমিফাইনালে।
২০ রানে জয় ইংল্যান্ডের
নিউজিল্যান্ডকে সুপার টুয়েলভের ম্যাচে ২০ রানে পরাজিত করে ইংল্যান্ড। ব্রিটিশদের ৬ উইকেটে ১৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড আটকে যায় ৬ উইকেটে ১৫৯ রানে। গ্লেন ফিলিপস ৬২ ও কেন উইলিয়ামসন ৪০ রান করেন। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও স্যাম কারান।
কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় দিল্লির
সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল দিল্লি। বিদর্ভের কাছে মাত্র ১ রানের সংক্ষিপ্ত ব্যাবধানে পরাজিত হন নীতিশ রানারা। প্রথমে ব্যাট করে বিদর্ভ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। অক্ষয় ওয়াদকর ৬৩ রান করেন। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৬ রানে আটকে যায়। যশ ধুল ৩৯ রানে অপরাজিত থাকেন। ৩৭ রান করেন শিখর ধাওয়ান। নীতিশ রানা ১০ রান করে মাঠ ছাড়েন। ২৯ রানে ৪টি উইকেট নেন যশ ঠাকুর।
৫ ওভারে ৫৭ রান দরকার নিউজিল্যান্ডের
১৫ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৫৭ রান। কেন উইলিয়ামসন ৪০ বলে ৪০ রান করে স্টোকসের বলে আউট হন। গ্লেন ফিলিপস ২৯ বলে ৫৬ রান করে ব্যাট করছেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
৯ ওভারে ১০৪ রান দরকার নিউজিল্যান্ডের
১১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য ৯ শেষ ওভারে ১০৪ রান দরকার তাদের। কেন উইলিয়ামসন ৩৩ বলে ৩৪ রান করেছেন। ১৩ বলে ২১ রান করেছেন গ্লেন ফিলিপস।
সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির সেমিফাইনালে বাংলা
রাজস্থানকে হারিয়ে সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির সেমিফাইনালে ওঠে বাংলা। প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২১ রান সংগ্রহ করে। ধারা গুজ্জর ৩০ ও দীপ্তি শর্মা ২০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৩ রানে আটকে যায়। ১৮ রানে ম্যাচ জেতে বাংলা।
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৪০ রান সংগ্রহ করেছে। কেন উইলিয়ামসন ১৫ বলে ১৫ রান করেছেন। ১ বলে ৪ রান করেছেন গ্লেন ফিলিপস। অ্যালেন ফিন ১৬ রান করে কারানের বলে আউট হন। ডেভন কনওয়ে ৩ রান করে ওকসের শিকার হন।
মুস্তাক আলির সেমিফাইনালে পঞ্জাব
হাই-স্কোরিং ম্যাচে কর্ণাটককে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে উঠল পঞ্জাব। প্রথমে ব্যাট করে পঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২২৫ রান তোলে। শুভমন গিল ৫৫ বলে ১২৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৬ রান তোলে। ৯ রানর সংক্ষিপ্ত ব্যবধানে ম্য়াচ জেতে পঞ্জাব। অভিনব মনোহর ৬২ রান করেন।
নিউজিল্যান্ডের সামনে চ্যালেঞ্জিং টার্গেট ইংল্যান্ডের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৮০ রান। জোস বাটলার ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৭৩ রান করে আউট হন। অ্যালেক্স হেলস ৫২ ও লিয়াম লিভিংস্টোন ২০ রান করেন। ২টি উইকেট নেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট পকেটে পোরেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।
মুস্তাক আলি থেকে ছিটকে গেল বাংলা
বড়সড় ইনিংস গড়ে তুলেও হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে হারতে হল বাংলাকে। শুরুতে ব্যাট করে বাংলা ৬ উইকেটের বিনিময়ে ১৯৯ রান তোলে। শাহবাজ আহমেদ ৩২ বলে ৫৯ রান করেন। ঋষি ধাওয়ান ৪০ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে হিমাচলপ্রদেশ ম্যাচের একেবারে শেষ বলে ম্যাচ জেতে। তারা ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রান তুলে ম্যাচ জিতে যায় এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। এবারের মতো মুস্তাক আলি অভিযান শেষ হয় বাংলার। আকাশ বশিষ্ট ৭৬ ও নিখিল গাংতা ৫০ রান করেন। ২টি উইকেট নেন রবি কুমার। ১টি উইকেট নেন শাহবাজ।
হাফ-সেঞ্চুরি বাটলারের
১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৫ রান। ৩৯ বলে ৬১ রান করে লড়াই জারি রেখেছেন জোস বাটলার। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৫ বলে ৪ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। মইন আলি ৬ বলে ৫ রান করে সোধির বলে আউট হয়েছেন।
হাফ-সেঞ্চুরি করে আউট হেলস
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করে আউট অ্যালেক্স হেলস। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫২ রান করে স্যান্টনারের বলে স্টাম্প-আউট হন তিনি। ইংল্যান্ড ১১ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৮৫ রান সংগ্রহ করেছে। বাটলার ২৯ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তে শক্ত ভিতে ইংল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৪৮ রান তুলেছে। ২৫ বলে ৩৭ রান করেছেন অ্যালেক্স হেলস। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জোস বাটলার ১১ বলে ১০ রান করেছেন।
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), গ্লেন ফিলিপস, ডারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
টস জিতল ইংল্যান্ড
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ইংল্যান্ড দলনায়ক জোস বাটলার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ব্রিসবেনে রান তাড়া করবে নিউজিল্যান্ড।
বিদর্ভকে নাগালে বাঁধল দিল্লি
সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে নাগালের মধ্যে বেঁধে রাখে দিল্লি। নির্ধারিত ২০ ওভারে বিদর্ভ ৫ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। অক্ষয় ওয়াদকর ৬৩ রান করেন। ইশান্ত শর্মা ও নভদীপ সাইনি ১টি করে উইকেট দখল করেন।
শাহবাজের হাফ-সেঞ্চুরিতে বড় ইনিংস বাংলার
হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে শুরুতে ব্যাট করে বাংলা ৬ উইকেটের বিনিময়ে ১৯৯ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। শাহবাজ আহমেদ ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৯ রান করেন। ঋত্বিক রায়চৈধুরী ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন। অগ্নিভ পান ১০ বলে ২৮ রান করেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন।
গিলের শতরানে বিরাট ইনিংস পঞ্জাবের
শুভমন গিলের দুর্দান্ত শতরানের সুবাদে কর্ণাটকের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে ৪ উইকেটে ২২৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে পঞ্জাব।
বিস্তারিত পড়ুন:- Syed Mushtaq Ali Trophy: ভারতের T20 দলে সুযোগ পাওয়ার পরের দিনেই ইডেনে চার-ছক্কার ঝড়ে চোখ-ধাঁধানো শতরান গিলের
দাপুটে জয় শ্রীলঙ্কার
আফগানিস্তানের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে ৬ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। আফগানিস্তানের ৮ উইকেটে ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৮.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ধনঞ্জয়া ডি'সিলভা ৪২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। রাজাপক্ষে ১৪ বলে ১৮ রান করে আউট হন। তাঁর উইকেট তুলে নেন মুজিব। রশিদ ও মুজিব ২টি করে উইকেট নেন। ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার জেতেন হাসারাঙ্গা। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে শ্রীলঙ্কা।
জিততে ৫ ওভারে ২৭ রান দরকার শ্রীলঙ্কার
১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১১৮ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ২৭ রান দরকার তাদের। ধনঞ্জয়া ডি'সিলভা ৩০ বলে ৪১ রান করেছেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৫ বলে ১৩ রান করেছে ভানুকা রাজাপক্ষে। তিনি ৩টি চারল মেরেছেন। আসালঙ্কা ১৮ বলে ১৯ রান করে আউট হন। রশিদের বলে আজমতউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ১টি চার মারেন চরিথ।
শ্রীলঙ্কার অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে শ্রীলঙ্কা ২ উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করেছে। ১৫ বলে ১২ রান করেছেন ধনঞ্জয়া ডি'সিলভা। তিনি ১টি চার মেরেছেন। ৮ বলে ৭ রান করেছেন চরিথ আসালঙ্কা। ২৭ বলে ২৫ রান করে আউট হয়েছেন কুশল মেন্ডিস। রশিদের বসে রহমানউল্লাহর দস্তানায় ধরা পড়ার আগে তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন।
বাংলাকে টানছেন শাহবাজ
হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে টস হেরে শুরুতে ব্যাট করছে বাংলা। তারা ১৪ ওভারে ৪ উইকেটে বিনিময়ে ৯৭ রান সংগ্রহ করেছে। রণজ্যোৎ খাইরা ১৪, অভিমন্যু ঈশ্বরন ২০, সুদীপ ঘরামি ৭ ও করণ লাল ২১ রান করে আউট হয়েছেন। শাহবাজ আহমেদ ২৫ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তে সিংহলিদের হাত খুলতে দিল না আফগানিস্তান
অল্প রানের পুঁজি নিয়েও পালটা লড়াই চালাচ্ছে আফগানিস্তান। পাওয়ার প্লে-তে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের হাত খুলতে দিলেন না মুজিব উর রহমানরা। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৮ রান। ১৯ বলে ১৪ রান করেছেন কুশল মেন্ডিস। তিনি ২টি চার মেরেছেন। ৭ বলে ২ রান করেছেন ধনঞ্জয়া ডি'লিসভা। মুজিব ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। পাথুম নিশঙ্কা ১০ বলে ১০ রান করে আউট হয়েছেন। তিনি ২টি চার মারেন।
আফগানিস্তানকে নাগালে বাঁধল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে শুরুতে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে। নাজিবউল্লাহ ১৮, গুলবদিন ১২, নবি ১৩, রশিদ ৯, আজমতউল্লাহ ৩ ও মুজিব ১ রান করেন। হাসারাঙ্গা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। এছাড়া লাহিরু কুমারা ২টি ও কাসুন রজিথা ১টি উইকেট দখল করেন। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ১৪৫ রান।
১০০ টপকাল আফগানিস্তান
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। ১৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৩ উইকেটে ১০৪ রান। নাজিবউল্লাহ জাদরান ১৩ বলে ১৩ রান করেছেন। ৮ বলে ৫ রান করেছেন গুলবদিন নায়েব। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ২৭ রান করে আউট হয়েছেন উসমান ঘানি। হাসারাঙ্গার বলে শানাকার হাতে ধরা পড়েন তিনি। ১৮ বলে ২২ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। কুমারার বলে রাজাপক্ষের হাতে ধরা পড়ার আগে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
আফগানিস্তানের অর্ধেক ইনিংস শেষ
১০ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ১ উইকেটে ৬৮ রান। ২৫ বলে ২৭ রান করেছেন উসমান ঘানি। ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। ইব্রাহিম জাদরান করেছেন ১১ বলে ৭ রান। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ১
পাওয়ার প্লে-তে শক্ত ভিতে আফগানিস্তান
শ্রীলঙ্কার বিরুদ্ধে পাওয়ার প্লে-তেই শক্ত ভিত গড়ে ফেলে আফগানিস্তান। ৬ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তোলে। রহমানউল্লাহ গুরবাজ ২৩ বলে ২৮ রান করেছেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ১৩ বলে ১৪ রান করেছেন উসমান ঘানি। তিনি ২টি চার মেরেছেন।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মদুশান, মাহিশ থিকসানা, কাসুন রজিথা ও লাহিরু কুমারা।
আফগানিস্তানের প্রথম একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), উসমান ঘানি, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, গুলবদিন নায়েব, মহম্মদ নবি (ক্যাপ্টেন), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
টস জিতল আফগানিস্তান
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহম্মদ নবি। সুতরাং, ব্রিসবেনে রান তাড়া করবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা ম্যাচের আগেই ধাক্কা আফগান শিবিরে
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচের আগেই ধাক্কা আফগানিস্তান শিবিরে। চোটের জন্য বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেলেন হজরতউল্লাহ জাজাই। পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
বিস্তারিত পড়ুন:- T20 World Cup: বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আফগানিস্তানের নির্ভরযোগ্য তারকা
সিনিয়র ওমেনস টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালের সূচি
১. রেলওয়েজ বনাম মধ্যপ্রদেশ।
২. রাজস্থান বনাম বাংলা।
৩. অন্ধ্র বনাম হিমাচলপ্রদেশ।
৪. বিদর্ভ বনাম মহারাষ্ট্র।
মুস্তাক আলিক কোয়ার্টার ফাইনালের সূচি
১. কর্ণাটক বনাম পঞ্জাব।
২. দিল্লি বনাম বিদর্ভ।
৩. বাংলা বনাম হিমাচলপ্রদেশ।
৪. মুম্বই বনাম সৌরাষ্ট্র।
টি-২০ বিশ্বকাপে আজ কাদের লড়াই
সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তান মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আফগানিস্তান ৩ ম্যাচের ১টিতে হেরেছে এবং তাদের ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শ্রীলঙ্কা ৩ ম্যাচের ১টিতে জিতেছে এবং হেরেছে ২টি ম্যাচ।দিনের অপর ম্যাচে সম্মুখসমরে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ড ৩ ম্যাচে ১টি জিতেছে, ১টি হেরেছে এবং তাদের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নিউজিল্যান্ড ৩ ম্যাচের ২টিতে জয় তুলে নিয়েছে এবং তাদের ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে।