বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ২০১৯ ও ২০২২ ICC WC-এর ফাইনালে হাফ সেঞ্চুরি করে জয়! গম্ভীরের রেকর্ড ছুঁলেন স্টোকস

২০১৯ ও ২০২২ ICC WC-এর ফাইনালে হাফ সেঞ্চুরি করে জয়! গম্ভীরের রেকর্ড ছুঁলেন স্টোকস

ইহিতাস তৈরি করলেন বেন স্টোকস (ছবি-আইসিসি টুইটার)

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক ফিফটি মেরে ইতিহাস সৃষ্টি করছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। এরফলে তিনি গম্ভীর-সাঙ্গাকারার অনন্য বিশ্বকাপ ফাইনাল রেকর্ডকে স্পর্শ করলেন।

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক ফিফটি মেরে ইতিহাস সৃষ্টি করছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। এরফলে তিনি গম্ভীর-সাঙ্গাকারার অনন্য বিশ্বকাপ ফাইনাল রেকর্ডকে স্পর্শ করলেন। ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস রবিবার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে খেলা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে হাফ সেঞ্চুরি করে ইতিহাস সৃষ্টি করেছেন। ধীরগতির শুরু সত্ত্বেও স্টোকস ৪৯ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে অপরাজিত ৫২ রান করেন। এর পাশাপাশি বেন স্টোকস বেশ কিছু বিশেষ রেকর্ডও নিজের নামে করে ফেলেছেন।

বেন স্টোকস ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় এবং বিশ্বের তৃতীয় খেলোয়াড় যিনি ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫০ বা তার বেশি রান করেছেন। স্টোকস ২০১৯ ওডিআই বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৮ বলে অপরাজিত ৮৪ রানের একটি জয়ী ইনিংস খেলেছিলেন। তার আগে এই কীর্তি করেছিলেন ভারতের গৌতম গম্ভীর ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। গম্ভীর ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ৫০ প্লাস স্কোর করেছিলেন। যেখানে সাঙ্গাকারা ২০০৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫০ প্লাস স্কোর করেছিলেন। তবে গম্ভীর ও স্টোকসই নিজেদের অর্ধশতরান করার পরে নিজেদের দলকে জিতিয়েছেন। 

এটি ছিল স্টোকসের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্রথম হাফ সেঞ্চুরি করলেন তিনি। এর আগে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই কীর্তি করেছিলেন ক্রেইগ কিসওয়েটার। সেই সংস্করণেও ট্রফি জিতেছিল ইংল্যান্ড।

ম্যাচের কথা বলতে গেলে, ইংল্যান্ড পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। ২০১০ সালের পর দ্বিতীয়বার এই ট্রফি জিতেছিল ইংল্যান্ড। এই ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান করে। যার জবাবে এক ওভার বাকি থাকতেই জয় পায় ইংল্যান্ড। ১২ রানে ৩ উইকেট নেওয়ার জন্য স্যাম কারান ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

বন্ধ করুন