টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ব্যাটসম্যানদের সবচেয়ে বড় কাঁটা নিউজিল্যান্ডই। কিউয়িদের বিরুদ্ধে এ বার দ্বিতীয় সর্বনিম্ন রান করলেন বিরাট কোহলিরা। এর আগে সর্বনিম্ন রান ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধেই।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১১০ রান করে ভারত। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৯ রান করেছিল ভারত। সে বার অল আউট হয়ে গিয়েছিল তারা। এই তালিকায় আরও কিছু খারাপ স্কোর রয়েছে। তবে সেগুলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্কোরের চেয়ে বেশি। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেটে ১১৮ রান করেছিল ভারত। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আবার ৪ উইকেটে ১৩০ রান করেছিল তারা। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৫ রানে তারা অল আউট হয়ে গিয়েছিল।
এ দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাতে নেমে রবীন্দ্র জাদেজা ১৯ বলে অপরাজিত ২৬ রান করেছিলেন। এটাই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিল। ২৪ বলে ২৩ রান করেছেন হার্দিক পাণ্ডিয়া। এর বাইরে কোনও ব্যাটসম্যানই ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি। যার নিট ফল, মাত্র ১১০ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। যে রানটা মাত্র ২ উইকেট হারিয়ে ৩৩ বল বাকি থাকতে সহজেই করে ফেলে নিউজিল্যান্ড। ১৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১১ রান করে কিউয়িরা। ৮ উইকেটে ম্যাচ জিতে যায় কেন উইলিয়ামসনের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।