বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ভবিষ্যৎ নিয়ে ভাবার অনেক সময় রয়েছে ফিঞ্চের: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

ভবিষ্যৎ নিয়ে ভাবার অনেক সময় রয়েছে ফিঞ্চের: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড

অ্যারন ফিঞ্চ (AFP)

প্রশ্ন উঠে গিয়েছে তাঁদের অধিনায়ক অ্যারন ফিঞ্চের ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন, ফিঞ্চের হাতে এখনও অনেক সময় রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে ভাবার।

শুভব্রত মুখার্জি: একে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, তার ওপর তাদের দেশের মাটিতেই বিশ্বকাপ। ফলে কিছুটা হলেও চাপে ছিল অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হয়েছে তাঁদের। খারাপ নেট রানরেটের কারণে সেমিফাইনালে যেতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে প্রশ্ন উঠে গিয়েছে তাঁদের অধিনায়ক অ্যারন ফিঞ্চের ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করেন, ফিঞ্চের হাতে এখনও অনেক সময় রয়েছে তার ভবিষ্যৎ নিয়ে ভাবার।

প্রসঙ্গত শনিবার ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হারার পরেই, চলতি টি-২০ বিশ্বকাপের অভিযান শেষ হয়ে যায় অজিদের। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর, যেহেতু আগামী বছরের অগস্ট মাস পর্যন্ত অস্ট্রেলিয়া খুব সামান্যই টি-২০ ম্যাচ খেলবে। ফলে প্রশ্ন উঠে গিয়েছে ফিঞ্চের ভবিষ্যৎ নিয়ে। এই বিষয়টি নিয়ে বলতে গিয়ে ম্যাকডোনাল্ড জানিয়েছেন 'বিষয়টা (ফিঞ্চের) নিয়ে আমরা এখন ভাবার তেমন সময় পাইনি। সবেমাত্র আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। ফিঞ্চের হাতে বিষয়টি নিয়ে ভাবার এখনও যথেষ্ট সময় রয়েছে।'

পাশাপাশি তিনি আরো যোগ করেন 'হয়তো বিগ ব্যাশে ওর পারফরম্যান্স, ঠিক করতে চলেছে ফিঞ্চের ভবিষ্যৎকে। ওখানে ওর পারফরম্যান্সের পাশাপাশি ওর ফিটনেসের প্রতি নজর রাখা হবে। এখানে (বিশ্বকাপে) হ্যামস্টিংয়ে চোট পাওয়ার ফলে ওর ফিটনেসের সমস্যা হয়েছিল। আর সেই কারণেই ওর বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছিল। আমাদের পরবর্তী টি-২০ ম্যাচ রয়েছে সামনের বছর অগস্টে। ফলে ফিঞ্চ যদি খেলা চালিয়ে যেতে চায়, তাহলে ওর হাতে সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় রয়েছে। আশা করি, সামনের কয়েক সপ্তাহে ও এই ব্যাপারটা নিয়ে ভেবে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া প্রসঙ্গে ম্যাকডোনাল্ড জানিয়েছেন 'অত্যন্ত হতাশার বিষয়। আমাদের শুরুটা খুব স্লো হয়েছিল। তারপর আর আমরা পেরে উঠিনি। পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না। ফলে কিছুটা হলেও অসারতা কাজ করছিল।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন