বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Adelaide Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে অ্যাডিলেডে ভারতের সেমিফাইনাল? পূর্বাভাস আবহাওয়া দফতরের

Adelaide Weather Update: বৃষ্টিতে ভেস্তে যাবে অ্যাডিলেডে ভারতের সেমিফাইনাল? পূর্বাভাস আবহাওয়া দফতরের

রৌদ্রোজ্জ্বল অ্যাডিলেডে বুধবার অনুশীলনে ইংল্যান্ড। (ছবি সৌজন্যে এএফপি)

Adelaide Weather Update IND vs ENG: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ‘রিজার্ভ ডে’ আছে। সেইসঙ্গে অ্যাডিলেড ওভালের নিকাশি ব্যবস্থা যে ভালো, তা গত ২ নভেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচের সময় দেখা গিয়েছিল।

আগেরবার অ্যাডিলেডে যখন নেমেছিল ভারত, তখন হৃদস্পন্দন বাড়িয়েছিল বৃষ্টি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সময় অ্যাডিলেডে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বরং বৃহস্পতিবার মূলত ভোরের দিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার শহরে বৃষ্টিপাত হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়ার দফতরের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার অ্যাডিলেডে আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিপাতের মাঝারি (৪০ শতাংশ) সম্ভাবনা আছে। সম্ভবত একেবারে ভোরের দিকে বৃষ্টি হবে। ভোরের দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিকেলে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। যা পরবর্তীতে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: Ind vs Eng Adelaide Stats: টসে জেতা মানেই জয়! 'পয়া' অ্যাডিলেডে এগিয়ে ভারত? নাকি ‘অ্যাডভান্টেজ’ ইংল্যান্ড?

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

আগামিকাল (বৃহস্পতিবার, ১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং ইংল্যান্ড। স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। যে সময় তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। বিকেলের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া (ঘণ্টায় ১৫-২০ কিমি বেগে) বইলেও হাওয়ার বেগ তেমন থাকবে না। মূলত ভোরের দিকে বৃষ্টি হয়ে যাবে। ফলে সন্ধ্যার ম্যাচের জন্য মাঠ শুকিয়ে ফেলতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। সেইসঙ্গে সেমিফাইনালে ‘রিজার্ভ ডে’-ও (শুক্রবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা আরও কম, তবে সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস আছে) আছে।

আরও পড়ুন: IND vs ENG: 'চেষ্টা করব যাতে ভারত-পাকিস্তান ফাইনাল না হয়', ক্রিকেটপ্রেমীদের আশায় জল ঢালতে চান বাটলার

এমনিতে অ্যাডিলেড ওভালের নিকাশি ব্যবস্থা যে ভালো, তা গত ২ নভেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচের সময় দেখা গিয়েছিল। ম্যাচের মধ্যেই বৃষ্টি নেমেছিল। সেইসময় খেলা বন্ধ হয়ে গেলে ভারত হেরে যেত। তার জেরে আশঙ্কায় ভুগছিলেন ভারতীয় সমর্থকরা। তবে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত ডিএলএস নিয়মে পাঁচ রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন