পাকিস্তান টুর্নামেন্টের তাদের প্রথম ম্যাচে সুপারস্টার ব্যাটসম্যান বিরাট কোহলির একটি বিশেষ পারফরম্যান্সের প্রত্যক্ষ করেছিল যখন ভারত শেষ বলে ১৬০ রান তাড়া করেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু ১৩০ রান তাড়া করার সময় পাকিস্তানি ব্যাটিং লাইনআপ দম বন্ধ হয়ে যাওয়ায় ১১তম র্যাঙ্কড জিম্বোবুয়ের বিরুদ্ধে হেরে যায়। এটি চলতি টুর্নামেন্টে তাদের দ্বিতীয় হার ছিল। যা তাদের সমর্থকদের আরও স্তম্ভিত করেছিল। এই বিষয়ে কথা বলতে গিয়ে হ্যারিস রউফ বলেন তাদেরও খারাপ লাগে। কিন্তু খেলায় কেউ ছোট বড় হয় না। সকলেই নিজেদের সেরা দিয়ে জিততে চায়। তারাও জেতার চেষ্টা করবে।
আরও পড়ুন… সমালোচনায় নয়, নিজেদের খেলাতেই ফোকাস করবে পাকিস্তান- আখতার, মিয়াঁদাদদের রউফের জবাব
এদিকে ভারত ও জিম্বাবোয়ের কাছে হারের পরে অনেকেই বলেছেন যে, পাকিস্তানের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফানালে ওঠা চাপের। কিন্তু এই তথ্যকে মানতে চান না পাকিস্তানের পেস বোলার হ্যারিস রাউফ। তাঁর মতে এখনও তারা আশা ছাড়ছেন না। পাকিস্তানের দল নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাবে এবং নিশ্চিত লড়াই-এ ফিরে আসবে তারা। হ্যারিস রউফ বলেন, ‘আমাদের সমর্থকদের মধ্যে যতটা ক্ষতি হবে আমরা ততটাই ক্ষতিগ্রস্ত হব। কিন্তু এই টুর্নামেন্টটি আমাদের জন্য শেষ হয়নি এবং আমরা এখনও ফিরে আসতে পারি। আমাদের তিনটি ম্যাচ বাকি আছে এবং আমরা আসন্ন ম্যাচগুলোতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী।’
আরও পড়ুন… পাকিস্তানের আশা ভারতের হাতে! সেমির দরজা খুলতে রোহিতদের দিকে তাকিয়ে বাবর আজম
এদিকে বর্তমানে নেদারল্যান্ডস তাদের সুপার 12 ম্যাচ দুটি হেরেছে, রউফ জোর দিয়েছিলেন যে পাকিস্তান চ্যালেঞ্জটিকে হালকাভাবে নেবে না। রউফ বলেন, ‘বিশ্বকাপে কোনও দল দুর্বল বা শক্তিশালী দল নয়। সকলেই একটা আন্তর্জাতিক খেলা খেলছে এবং কাপ জিততে এসেছে।’ সমালোচকদের একহাত নিয়েছেন হ্যারিস রউফ। পাকিস্তানের ফাস্ট বোলার সাংবাদিকদের বলেন, আপনি যে কোনও খেলায় সমালোচনার সম্মুখীন হন। কথা বলা মানুষের কাজ, তাই তারা কথা বলবে। হ্যারিস রউফ বলেন, ‘মানুষের কাজ কথা বলা, তাই তারা কথা বলবেন। আপনি যে কোনও খেলায় সমালোচনার সম্মুখীন হন। আমরা এখানে একটি টুর্নামেন্ট খেলতে এসেছি এবং আমাদের ফোকাস সে দিকেই রয়েছে। তাই আমরা তাদের কথা না শোনার চেষ্টা করি। তার পরিবর্তে আমরা আমাদের খেলার দিকে ফোকাস থাকি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।