শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। বিশ্বকাপ থেকে হতাশাজনকভাবে ছিটকে যেতে হয়েছিল তাঁদের। বিশ্বকাপের অভিযানে ভারতের সবথেকে বড় আবিষ্কার তাঁদের বাঁ-হাতি পেসার আর্শদীপ সিং। বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি। দুই দিকেই বল সুইং করিয়েছেন। সেই আর্শদীপ যে প্রতিভাবান ক্রিকেটার সেই বিষয়ে যে তাঁর কোন সন্দেহ নেই তা জানিয়ে দিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডস। তবে তিনি মনে করিয়ে দিতে ভোলেননি ওয়াসিম আক্রমের মতন কিংবদন্তির সঙ্গে আর্শদীপের এক্ষুণি তুলনা করলে তা অহেতুক তাঁর উপর চাপ সৃষ্টি করবে।
আর্শদীপকে নিয়ে বলতে গিয়ে রোডস জানিয়েছেন, ‘আমি মনে করি বিষয়টা ওকে অহেতুক অত্যধিক চাপের মধ্যে ফেলে দিচ্ছে (ওয়াসিম আক্রমের সঙ্গে তুলনা)। ওয়াসিম আক্রম, সুলতান অফ সুইংয়ের সঙ্গে ওঁর তুলনা আর্শদীপকে চাপে ফেলছে। আর্শদীপ অত্যন্ত প্রতিভাবান। ওঁর মধ্যে সেই প্রতিভা রয়েছে অসাধারণ এক কেরিয়ার গড়ার।’
পেসার হিসেবে আর্শদীপের উন্নতি নিয়ে বলতে গিয়ে রোডস জানান, ‘শেষ দুই বছরে পেসার হিসেবে দারুণ উন্নতি করেছেন আর্শদীপ। ভারতীয় পেসারদের ক্ষেত্রে শেষ কয়েক বছরে কাহিনীটাই এই রকমভাবে এগিয়েছে। আপনি যদি বুমরাহর দিকেও তাকান তাহলে দেখবেন ওঁর ক্ষেত্রেও বিষয়টা একই রকমভাবে হয়েছে। ওঁর উন্নতিও দ্রুতগতিতে হয়েছে। আর্শদীপের ক্ষেত্রেও ব্যাপারটা এক রকমভাবে হয়েছে। ও একজন তরুণ পেসার। যার শেখার ইচ্ছা রয়েছে পুরোদমে। নিজের সেরাটা ও উজাড় করে দিতে রাজি।’
রোডসের মতে , ‘আর্শদীপ বল ভালো সুইং করতে পারে। ডেথ বোলিং-এ ও খুব ভালো। পাওয়ার প্লেতেও ও দারুণ বোলিং করে। হাতে ভালো নিয়ন্ত্রণও রয়েছে। ওয়াসিম আক্রমের মতন রাউন্ড দ্য উইকেট এসে বোলিংও করতে পারে। তবে ওকে নিয়ে এক্ষুনি তুলনা করা উচিত নয়। বিশেষ করে যে ওর আগে খেলেছে তাঁর সঙ্গে তুলনা ঠিক নয়। এ রকম তুলনা হলে আর্শদীপের ওপরেই চাপ বাড়বে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।