বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 World Cup: বোলারদের চাপ কমিয়ে দেন সূর্য! SKY-র ভূয়সী প্রশংসায় অশ্বিন

T20 World Cup: বোলারদের চাপ কমিয়ে দেন সূর্য! SKY-র ভূয়সী প্রশংসায় অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন (AFP)

ম্যাচে অশ্বিন নিজেও বেল ভালো বোলিং করেছেন। তিনি ২২ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান 'ওই উইকেটগুলো নিতে পেরে খুব ভালো লেগেছে।

শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ে রবিবাসরীয় ম্যাচে জিম্বাবোয়েকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারতীয় দল। ম্যাচ জিতে নিজেদের গ্রুপের শীর্ষে থেকেই তাঁরা সেমিফাইনালে চলে গিয়েছে। আর ভারতের এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁদের ডানহাতি মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদব। ৬১ রানের একটি অনবদ্য অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর‌ তাঁর এই ইনিংসে ভর করেই ভারত ছিনিয়ে নিয়েছে ৭১ রানের বিরাট বড় ব্যবধানে জয়। ২২ গজে ভয়ডরহীন ক্রিকেট খেলছেন সূর্য। আর ভক্তদের আদেরর 'স্কাইয়ের' এই মুক্তমনা ক্রিকেটকেই কুর্ণিশ জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে সূর্যর সেই মারকাটারি ইনিংস নিয়ে বলতে গিয়ে অশ্বিন জানিয়েছেন 'ও একজন মুক্তমনা, ভয়ডরহীন ক্রিকেটার। ও যদিও আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় সবেমাত্র আসা একজন ক্রিকেটার বলা যায়। তবে সেটা ওকে দেখে বোঝা যায় না। একজন বোলার হিসেবে আমলা সবসময় চাই স্কোরবোর্ডে রান থাকুক। যাকে আমরা ডিফেন্ড করতে পারি। আর ও আমাদেরকে সেটাই দেয়। ও এমন কিছু লেগ সুইপ কালকের ম্যাচে (জিম্বাবোয়ের) বিরুদ্ধে খেলেছে যা এককথায় অনবদ্য।'

ম্যাচে অশ্বিন নিজেও বেল ভালো বোলিং করেছেন। তিনি ২২ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান 'ওই উইকেটগুলো নিতে পেরে খুব ভালো লেগেছে। সত্যি বলতে এইভাবে উইকেট পেলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। যদিও আমি কোনদিন সংখ্যার পিছনে দৌড়ইনি। আমি পদ্ধতি অনুসরণ করতে পছন্দ করি। সত্যি বলতে বেশ ভালো লেগেছে (জিম্বাবোয়ের বিরুদ্ধে উইকেট নিতে পেরে)।'

ভারত সেমিফাইনালে জিতলে ফাইনাল খেলতে ফের মেলবোর্নে আসার বিষয়ে তিনি বলেন 'আমি আশা করব রবিবার ফের এখানে আমার খেলতে পারব। বিষয়টা দারুণ হবে। আমাদের প্রথম ম্যাচটা এই মাঠে (বনাম পাকিস্তান) দারুণ ছিল। এই মাঠে ফের ওইরকম একটা ম্যাচ খেলতে পারলে দারুণ হবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন