বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > AUS vs ENG: আগের ম্যাচটাও হতাশার ছিল, এই ম্যাচও ভেস্তে গেল- মুষড়ে পড়েছেন ব্রিটিশ অধিনায়ক

AUS vs ENG: আগের ম্যাচটাও হতাশার ছিল, এই ম্যাচও ভেস্তে গেল- মুষড়ে পড়েছেন ব্রিটিশ অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ জস বাটলার। (AP)

আগের ম্যাচেই আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ড। যা ব্রিটিশদের কাছে বড় ধাক্কা ছিল। গোদের উপর বিষফোঁড়া আবার শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটিও ভেস্তে গেল। যার ফলে সেমিফাইনালে ওঠার লড়াই বেশ চাপে গেল ইংল্যান্ড।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছিল ইংল্যান্ডকে। সেই টিমই সুপার ১২ রাউন্ডে আয়ারল্যান্ডের কাছে হেরেছে। যা তাদের কাছে বড় ধাক্কা ছিল। গোদের উপর বিষফোঁড়া আবার শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটিও ভেস্তে গেল। যার ফলে পয়েন্ট টেবলে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। এ দিন মেলবোর্নে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্য়ান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে।

এ দিন শুধু ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে যায়নি। তার আগে আয়ারল্যান্ড-আফগানিস্তান ম্যাচও ভেস্তে গিয়েছে। ফলে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলের সমীকরণও বেশ জটিল হয়ে পড়েছে। স্বভাবতই বলা মুস্কিল, কোন দুই টিম শেষ চারে জায়গা করে নেবে।

আরও পড়ুন: প্লেয়ারদের সুরক্ষা সবার আগে- ভেজা মাঠে খেলা করার পক্ষে নন ফিঞ্চ

এই মুহূর্তে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবলের প্রথম চারে থাকা চারটি দল যথাক্রমে- নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া। প্রত্যেকের পয়েন্ট ৩ করে। নিউজিল্যান্ড বাদে বাকি তিন টিম ৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। কিউয়িরা ২টি ম্যাচ খেলেছে। রানরেটে এগিয়ে পিছিয়ে রয়েছে দলগুলো। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান রয়েছে যথাক্রমে পাঁচ এবং ছয় নম্বরে। তাদের পয়েন্ট ২ করে। আফগানিস্তান ৩ ম্যাচ খেললেও, শ্রীলঙ্কা খেলেছে ২টি ম্যাচ।

আরও পড়ুন: ভাগ্যই খারাপ এই WC-র! MCG-তে বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার অতীতের রেকর্ড অবাক করবে

অজিদের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলার বেশ হতাশ। তিনি বলেছেন, ‘বড় একটা ম্যাচ হতে চলেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফুল হাউস স্টেডিয়ামে খেলা সকলের কাছেই চ্যালেঞ্জিং, আলাদা একটা অনুভূতি ছিল। না খেলতে পেরে খুবই খারাপ লাগছে। পরের ম্যাচের দিকেই ফোকাস করতে চাই। টুর্নামেন্টে থাকতে পরের ম্যাচ জিততেই হবে। টুর্নামেন্টের আগে থেকে আমরা ভালোই খেলছিলাম।’ বাটলার আরও যোগ করেন, ‘আগের ম্যাচটাও খুব হতাশার কেটেছে। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই ছিল। রাতারাতি আমরা খারাপ দল হয়ে গিয়েছি, তা নয়। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলির দিকেই নজর রাখছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন