শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ার ২২ গজে জমে উঠেছে বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের লড়াই। সেখানেই মঙ্গলবার মুখোমুখি হয়েছিল আয়োজক অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজে ভাবে হারার পরে এমনিতেই চাপে ছিল অজিরা। আর একটি হার মানেই টুর্নামেন্টের নক আউট পর্যায়ে যাওয়া অত্যন্ত কঠিন হত অ্যারন ফিঞ্চ বাহিনীর জন্য। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ২১ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া দল। ম্যাচে হারের পরে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শনাকা জানিয়েছেন, ‘আমরা শুরুটা এবং শেষটা ভাল করেছি। তবে মিডল ওভারে যেন কোথাও একটা আটকে যাই। ফলে ১৫-২০ রান আমরা কম করি।’
আরও পড়ুন: পার্থে স্টোইনিস ঝড়, নজির গড়ে লঙ্কা বধ, ৭ উইকেটে জয় এনে দিলেন অজিদের
ম্যাচে অজিদের কাছে হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনাকা বলেন, ‘আমরা শুরুটা দুর্দান্ত ভাবে করি। আমরা শেষটাও বেশ ভাল করেছি। মিডলে আমরা একেবারেই রান করতে পারিনি। ফলে আমি মনে করি, আমরা ১৫-২০ রান করাটা মিস করে গেছি।’
দলের ফিটনেস নিয়ে শানাকা জানিয়েছেন, ‘আমার মনে হয় বিশেষ করে আমাদের পেসাররা সঠিক ভাবে তৈরি হয়নি। ওরা চোট পাওয়ার পরে আবার ফিরে আসছে। সেই জন্য আমার মনে হচ্ছে, ওরা ফের চোটের কবলে পড়ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এটা ঘটছে। নতুন বলে বল করাটা মোটেও সহজ নয়। বরং যথেষ্ট কঠিন। নতুন বলে রান করাটাও কঠিন। আপনি যদি দেখেন দেখবেন, নতুন বলে ফিঞ্চও বারবার সমস্যায় পড়েছে। পরবর্তীতে তারা বেশ ভালো খেলেছে।’ নিজের দলকে ১০-র মধ্যে কত নম্বর দেবেন, এই প্রশ্নের উত্তরে শানাকা জানান, ‘ হয়ত ৫ অথবা ৪।’
আরও পড়ুন: ভারতের জন্য জাহির যা করেছে, সেটা করার ক্ষমতা রাখে আর্শদীপ- প্রাক্তন ছাত্রে মুগ্ধ কুম্বলে
প্রসঙ্গত এ দিন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৭ রান করে। পাথুম নিশঙ্কা ৪০, ধনঞ্জয় ডি'সিলভা ২৬ রান করেন। ২৫ বলের ৩৮ রান করে অপরাজিত থাকেন চরিথ আশালঙ্কা। জবাবে রান তাড়া করতে নেমে ১৬.৩ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া দল। ১৮ বলে ৫৯ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মার্কাস স্টোইনিস। এ ছাড়া ফিঞ্চ ৩১ এবং গ্লেন ম্যাক্সওয়েল ২৩ রান করেন। ফলে ২১ বল বাকি থাকতে ৭ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।