বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > AUS vs SL: ৪২ বলে ৩১ রান, T20 বিশ্বকাপে টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিংয়ের একগাদা অজুহাত দিলেন ফিঞ্চ

AUS vs SL: ৪২ বলে ৩১ রান, T20 বিশ্বকাপে টেস্টের মতো ঠুকঠুকে ব্যাটিংয়ের একগাদা অজুহাত দিলেন ফিঞ্চ

বল সামলাতে হিমশিম খাচ্ছেন অ্যারন ফিঞ্চ। ছবি- এএফপি (AFP)

Australia vs Sri Lanka ICC T20 World Cup 2022: যে পিচে স্টইনিস ১৮ বলে ৫৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন, সেখানে ফিঞ্চের স্লো ব্যাটিংয়ের অজুহাত যে যথাযথ নয়, তা বুঝতে অসুবিধা হয় না। যদিও অজি দলনায়ক মেনে নেন যে, তিনি মোটেও ভালো ব্যাটিং করেননি।

টি-২০ ম্যাচে ৪২টি বল খেলে যদি কোনও ওপেনিং ব্যাটসম্যান মাত্র ১ বার বলকে বাউন্ডারির বাইরে পাঠান, তবে তা দর্শকদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে নিশ্চিত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ ঠিক এরকমই বিরক্তিকর ইনিংস খেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

মঙ্গলবার পারথে ফিঞ্চ ১টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। সুতরাং, তাঁর স্ট্রাইক-রেট ছিল ৭৩.৮০। অনেক ব্যাটসম্যানই টেস্টে এর থেকে দ্রুত গতিতে রান তোলেন। শেষমেশ মার্কাস স্টইনিসের ১৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে শ্রীলঙ্কার ঝুলিয়ে দেওয়া ১৫৮ রানের টার্গেটে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচ জিতলেও অজি দলনায়কের এমন স্লো ইনিংস নিয়ে সঙ্গত কারণেই গুঞ্জন চলছে ক্রিকেটমহলে। প্রশ্ন উঠছে তাঁর ফর্ম নিয়ে।

ম্যাচের শেষে কৌশলে নিজের এমন ঠুকঠুকে ব্যাটিংয়ের অজুহাত দিলেন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমার ইনিংসটি স্বাভাবিক ছিল না। খারাপ ইনিংস। আমি বল ঠিকমতো মারতেই পারিনি। তবে আমরা সার্বিকভাবে ব্যাট হাতে যেভাবে নিজেদের মেলে ধরেছি, মন্দ নয়।’

আরও পড়ুন:- T20 World Cup 2022: পাকিস্তানকে হারালেও বিশ্বকাপে ভারতের ‘সব থেকে দুশ্চিন্তার বিষয়’ চিহ্নিত করলেন গাভাসকর

ফিঞ্চ আরও বলেন, ‘আমরা জানতাম প্রথম চার-পাঁচ ওভারে বল সিম করবে। তাই যদি আমরা কোনও উইকেট না হারাই বা মাত্র ১ উইকেট পড়ে, তবে জয়ের ভিত গড়ে দেওয়ার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে যদি আমার ব্যাট চলত, রান তাড়া করা আরও সহজ হয়ে দাঁড়াত। আসলে ওরা সত্যিই ভালো লেনথে বল করেছে। শট নেওয়া মুশকিল ছিল। এমন বড় মাঠে যেমন তেমন ব্যাট চালিয়ে বল বার করে দেওয়া কঠিন। বিশেষ করে পিচে বাউন্স ছিল এবং বল অল্প-বিস্তর সিম করছিল। মাঝ ব্যাটে শট খেলা সহজ ছিল না।’

আরও পড়ুন:- IPL 2023 Auction: ইস্তানবুলে আইপিএল নিলাম! অবাক করা সিদ্ধান্ত নিতে চলেছে BCCI, রিপোর্ট

অজি দলনায়ক শেষ করেন এই বলে যে, ‘আমি যেরকম ব্যাট করেছি, তার জন্য এটা কোনও অজুহাত নয়। তবে শেষমেশ ২ পয়েন্ট সংগ্রহ করে নিতে পেরে ভালো লাগছে।’

বড় মাঠ, পিচের বাউন্স, বলের নড়াচড়া, শ্রীলঙ্কার বোলারদের টাইট বোলিং, নিজের ঠুকঠুকে ব্যাটিংয়ের জন্য ফিঞ্চ একগাদা অজুহাত দিলেও ম্যাক্সওয়েল ও স্টইনিসের ব্যাটিং দেখে একবারের জন্যও মনে হয়নি পিচ বা শ্রীলঙ্কার বোলিংয়ে কোনও জুজু ছিল বলে। ম্যাক্সওয়েল ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ২৩ রান করেন। স্টাইনিস নিজের ধ্বংসাত্মক ইনিংসে মারেন ৪টি চার ও ৬টি ছক্কা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.