বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > AUS vs BAN: ৬.২ ওভারেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া, ৫ ম্যাচেই হেরে লজ্জায় ডুবল বাংলাদেশ
অ্যারন ফিঞ্চ। ছবি- আইসিসি।

AUS vs BAN: ৬.২ ওভারেই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া, ৫ ম্যাচেই হেরে লজ্জায় ডুবল বাংলাদেশ

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭৩ রানে অল-আউট হয়ে যায়।
  • ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
  • প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনও রকমে সুপার টুয়েলভে জায়গা করে নেন শাকিব আল হাসানরা। যদিও সুপার টুয়েলভে একটিও ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশে। তারা গ্রুপের পাঁচটি ম্যাচেই হার মানে। শেষ ম্যাচে অজিদের হারালে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারত বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও হেরে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকুরদের।

    04 Nov 2021, 05:55:37 PM IST

    লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া

    বাংলাদেশের বিরুদ্ধে বিশাল ব্যবধানে ম্যাচ জয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকাকে টপকে সুপার টুয়েলভ গ্রুপ-১'এর দ্বিতীয় স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড।

    04 Nov 2021, 05:53:49 PM IST

    ম্যাচের সেরা জাম্পা

    ৪ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন অ্যাডাম জাম্পা।

    04 Nov 2021, 05:44:26 PM IST

    ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় অস্ট্রেলিয়ার

    ৬.২ ওভারে তাস্কিন আহমেদকে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন মিচেল মার্শ। বাংলাদেশের ৭৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৭৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মার্শ। কোনও বল খেলার সুযোগ হয়নি ম্যাক্সওয়েলের। ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।

    04 Nov 2021, 05:40:11 PM IST

    ওয়ার্নারকে ফেরালেন শরিফুল

    ৫.৬ ওভারে ওয়ার্নারকে ফেরালেন শরিফুল। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৮ রান করে বোল্ড হন ডেভিড। অস্ট্রেলিয়া পাওয়ার প্লে-র ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান তুলেছে। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

    04 Nov 2021, 05:35:01 PM IST

    ফিঞ্চকে ফেরালেন তাস্কিন

    ৪.৬ ওভারে তাস্কিনের বলে বোল্ড হন ফিঞ্চ। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪০ রান করে আউট হন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৫৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ।

    04 Nov 2021, 05:29:48 PM IST

    মুস্তাফিজুরের ওভারে ২১ রান তোলে অস্ট্রেলিয়া

    চতুর্থ ওভারে মুস্তাফিজুরের বলে ২১ রান তোলে অস্ট্রেলিয়া। ৪টি চার মারেন ওয়ার্নার। ১টি ছক্কা মারেন ফিঞ্চ। ৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৪৪/০। ফিঞ্চ ২৬ ও ওয়ার্নার ১৬ রানে ব্যাট করছেন।

    04 Nov 2021, 05:23:43 PM IST

    ৩ ওভারে অস্ট্রেলিয়া ২৩/০

    ৩ ওভারের শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ২৩ রান তুলেছে। ফিঞ্চ ১২ বলে ১৯ রান করেছেন। ৬ বলে ৩ রান করেছেন ওয়ার্নার।

    04 Nov 2021, 05:10:06 PM IST

    অস্ট্রেলিয়ার রান তাড়া করা শুরু

    অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের হয়ে বোলিং শুরু করেন তাস্কিন আহমেদ। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন ওয়ার্নার। প্রথম ওভারে ৪ রান ওঠে।

    04 Nov 2021, 04:55:49 PM IST

    বাংলাদেশ ৭৩ রানে অল-আউট

    বাংলাদেশ ১৫ ওভারে মাত্র ৭৩ রানে অল-আউট হয়ে যায়। টি-২০ বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় নিন্মতম স্কোর। এর আগে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে আউট হয়েছিল বাংলাদেশ। সুতরাং, এই ম্যাচে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৪ রান।

    04 Nov 2021, 04:51:43 PM IST

    শরিফুল আউট

    ১৪.৬ ওভারে জাম্পার বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন শরিফুল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ম্যাচে জাম্পার এটি পঞ্চম উইকেট। তিনি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। তাস্কিন ৬ রান করে অপরাজিত থাকেন।

    04 Nov 2021, 04:51:11 PM IST

    মুস্তাফিজুর আউট

    ১৪.৪ ওভারে জাম্পার বলে স্মিথের হাতে ধরা পড়েন মুস্তাফিজুর রহমান। ম্যাচে জাম্পার এটি চতুর্থ শিকার। ৯ বলে ৪ রান করে আউট হন মুস্তাফিজ। বাংলাদেশ ৭৩ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান শরিফুল ইসলাম।

    04 Nov 2021, 04:38:13 PM IST

    মাহমুদুল্লাহ আউট

    ১২.২ ওভারে স্টার্কের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন মাহমুদুল্লাহ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৬ রান করে ক্রিজ ছাড়েন বাংলাদেশ দলনায়ক। বাংলাদেশ ৬৫ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। ১৩ ওভারে বাংলাদেশের স্কোর ৬৫/৮। স্টার্ক ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

    04 Nov 2021, 04:32:24 PM IST

    মেহেদি আউট

    শামিমকে ফেরানোর পরের বলেই সদ্য ক্রিজে আসা মেহেদি হাসানকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান জাম্পা। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় মেদেহিকে। বাংলাদেশ ৬২ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাস্কিন আহমেদ। জাম্পার এটি তৃতীয় শিকার। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬২/৭।

    04 Nov 2021, 04:29:50 PM IST

    জাম্পার শিকার শামিম

    ১০.৫ ওভারে জাম্পার বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন শামিম। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১৯ রান করে আউট হন তিনি। বাংলাদেশ ৬২ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মেদেহি হাসান।

    04 Nov 2021, 04:25:04 PM IST

    অর্ধেক ইনিংস শেষ

    ১০ ওভারে বাংলাদেশ ৫ উইকেটের বিনিময়ে ৫৮ রান তুলেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১২ রান করেছেন মাহমুদুল্লাহ। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ১৯ রান করেছেন শামিম।

    04 Nov 2021, 04:18:32 PM IST

    ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৪/৫

    ৮.২ ওভারে জাম্পাকে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ৫০ রানের গণ্ডি পার করালেন শামিম। ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫৪/৫। শামিম ১৬ ও মাহমুদুল্লাহ ১১ রানে ব্যাট করছেন।

    04 Nov 2021, 04:06:17 PM IST

    জাম্পা ফেরালেন আফিফকে

    সপ্তম ওভারে ফিঞ্চ বল তুলে দেন অ্যাডাম জাম্পার হাতে। প্রথম বলেই তিনি তুলে নেন আফিফের উইকেট। ৪ বল খেলে খাতা খোলার আগেই আফিফ ধরা পড়েন ফিঞ্চের হাতে। বাংলাদেশ ৩৩ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামিম হোসেন। ৭ ওভারে বাংলাদেশের স্কোর ৩৮/৫।

    04 Nov 2021, 04:01:31 PM IST

    হ্যাজেলউডের দ্বিতীয় শিকার নইম

    ৫.৩ ওভারে জোস হ্যাজেলউডের বলে কামিন্সের হাতে ধরা পড়েন মহম্মদ নইম। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৭ রান করে আউট হন নইম। বাংলাদেশ ৩২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন। পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশের স্কোর ৩৩/৪। মাহমুদুল্লাহ ৮ রানে ব্যাট করছেন।

    04 Nov 2021, 03:48:25 PM IST

    ম্যাক্সওয়েল ফেরালেন মুশফিকুরকে

    ২.৫ ওভারে ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। ২ বলে ১ রান করে আউট হন মুশফিক। বাংলাদেশ ১০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। ৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১০/৩।

    04 Nov 2021, 03:44:04 PM IST

    সৌম্যকে ফেরালেন হ্যাজেলউড

    দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের শেষ বলে বোল্ড হন সোম্য সরকার। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৫ রান করেন তিনি। বাংলাদেশ ৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

    04 Nov 2021, 03:35:08 PM IST

    লিটনকে ফেরালেন স্টার্ক

    প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বলে বোল্ড হন লিটন দাস। ১ বলে খেলে খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় বাংলাদেশ ওপেনারকে। বাংলাদেশ ১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথম ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২/১।

    04 Nov 2021, 03:33:00 PM IST

    ম্যাচ শুরু

    বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন মহম্মদ নইম ও লিটন দাস। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। দ্বিতীয় বলে ১ রান নিয়ে নিজের ও দলের খাতা খোলেন নইম।

    04 Nov 2021, 03:13:39 PM IST

    বাংলাদেশের প্রথম একাদশ

    বাংলাদেশ নাসুমের বদলে মাঠে ফেরায় মুস্তাফিজুর রহমানকে।প্লেয়িং ইলেভেন:- লিটন দাস (উইকেটকিপার), মহম্মদ নইম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

    04 Nov 2021, 03:11:13 PM IST

    অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

    অস্ট্রেলিয়া অ্যাস্টন এগরের বদলে মাঠে ফেরায় মিচেল মার্শকে।প্লেয়িং ইলেভেন:- ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

    04 Nov 2021, 03:09:00 PM IST

    টস জিতল অস্ট্রেলিয়া

    বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে। সুতরাং, দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং বাংলাদেশের।

    রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

    ময়দান খবর

    Latest News

    শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video তর্ক করতে আসা ল্যাবুশানকে ভাগিয়ে দিলেন আম্পায়াররা, নির্বাসিত হতে পারেন মার্নাস

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.