টি-টোয়েন্টি বিশ্বকাপের আসল লড়াই শুরু আজ শনিবার থেকে। সুপার টুয়েলভের ম্যাচের প্রথম দিনই টানটান উত্তেজনা রয়েছে। কারণ আরও একবার ২০১৬ সালের ফাইনালেরই পুনরাবৃত্তি হতে চলেছে। সে বার ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এ বার সুপার টুয়েলভের ম্যাচেও কি একই ফলের পুনরাবৃ্ত্তি হবে, নাকি বিশ্বকাপের শুরুতেই বদলা নেবে ইংল্যান্ড? জানার জন্য আর কয়েক ঘণ্টার অপেক্ষা!
শুধু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলাই নয়, এ দিন আরও একটি খেলা রয়েছে। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এই দুই দলকে নিয়ে এ বার বিশ্বকাপে সে ভাবে কেউই বাজি ধরেনি। কিন্তু যে কোনও মুহূর্তে এই দুই দলই ঘুরে দাঁড়াতে পারে। পাল্টে দিতে পারে সব অঙ্কের হিসেব।
কখন কোথায় ২৩ অক্টোবরের এই ম্যাচ দু'টি দেখা যাবে দেখে নিন এক নজরে:
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া- ম্যাচটি শুরু হবে সাড়ে তিনটে থেকে। টস হবে তিনটের সময়ে।
ম্যাচটি হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি দেখা যাবে। সেই সঙ্গে ডিসনি হটস্টারেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ - ম্যাচটি শুরু হবে সাড়ে সাতটা থেকে। টস হবে সাতটার সময়ে।
ম্যাচটি হবে দুবাইয়ের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
স্টার স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচটি দেখা যাবে। সেই সঙ্গে ডিসনি হটস্টারেও লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।