HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > AUS vs WI: মার্শ-ওয়ার্নারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

AUS vs WI: মার্শ-ওয়ার্নারের জোড়া হাফ-সেঞ্চুরিতে দাপুটে জয় অস্ট্রেলিয়ার

হার দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

ঝোড়ো হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের। ছবি- আইসিসি।

শেষ রাউন্ডে উত্তেজক রুপ নিয়েছে বিশ্বকাপের সুপার টুয়েলভ গ্রপ-১'এর লড়াই। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আপাতত গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে না পারলে অস্ট্রেলিয়া দৌড়ে পিছিয়ে পড়বে সন্দেহ নেই। তাহলে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে অজিদের টপকে তারা শেষ চারের টিকিট নিশ্চিত করবে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য হৃত সম্মান পুনরুদ্ধারের জন্যই মাঠে নামবে। তাদের সেমিফাইনালের আশা শেষ। অন্তত জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করতে চাইবেন ক্যারিবিয়ানরা।

06 Nov 2021, 07:24 PM IST

ম্যাচের সেরা ওয়ার্নার

৫৬ বলে অপরাজিত ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেওয়া ডেভিড ওয়ার্নার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

06 Nov 2021, 06:58 PM IST

৮ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেটে ১৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১৬.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। ২২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করে অজিরা। ওয়ার্নার ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন।

06 Nov 2021, 06:53 PM IST

মার্শকে ফেরালেন গেইল

১৫.৬ ওভারে মার্শকে ফেরালেন গেইল। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৩ রান করে হোল্ডারের হাতে ধরা পড়েন মার্শ। অস্ট্রেলিয়া ১৫৭ রানে ২ উইকেট হারায়। জয়ের জন্য তাদের দরকার মাত্র ১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল।

06 Nov 2021, 06:48 PM IST

ব্র্যাভো ৪ ওভারে ৩৬/০

কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে ব্র্যাভো ৪ ওভারের বোলিং কোটা পূর্ণ করেন ৩৬ রান খরচ করে। যদিও কোনও উইকেট পাননি তিনি। অস্ট্রেলিয়া ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলেছে। ওয়ার্নার ৮০ ও মিচেল মার্শ ৫৩ রানে ব্যাট করছেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৮ রান।

06 Nov 2021, 06:42 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি মিচেল মার্শের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিতেল মার্শ। ১৪ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৩/১। জয়ের জন্য ৬ ওভারে দরকার ২৪ রান। ওয়ার্নার ৬৯ ও মার্শ ৫০ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 06:37 PM IST

১৩ ওভারে অস্ট্রেলিয়া ১২২/১

১৩ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলেছে। ওয়ার্নার ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৫ বলে ৪১ রান করেছেন মিচেল মার্শ।

06 Nov 2021, 06:18 PM IST

১০ ওভারে অস্ট্রেলিয়া ৯৮/১

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৯৮ রান তুলেছে। ৩৩ বলে ৫৪ রান করেছেন ওয়ার্নার। ১৭ বলে ৩৩ রান করেছেন মিচেল মার্শ। শেষ ১০ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ৬০ রান।

06 Nov 2021, 06:11 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি ওয়ার্নারের

৫টি চার ও ৩টি ঠক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ৯ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে।

06 Nov 2021, 05:58 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ৫৩/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে অস্ট্রেলিয়া ১ উইকেটে বিনিময়ে ৫৩ রান তুলেছে। ওয়ার্নার ২২ বলে ৪০ রান করেছেন। মার্শ ৪ বলে ৩ রান করে ব্যাট করছেন।

06 Nov 2021, 05:46 PM IST

ফিঞ্চকে ফেরালেন আকিল

৩.৩ ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হন অ্যারন ফিঞ্চ। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করেন অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৩৩ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ। ৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ৩৫/১।

06 Nov 2021, 05:43 PM IST

হোল্ডারের ওভারে ১৫ রান তোলে অস্ট্রেলিয়া

তৃতীয় ওভারে জেসন হোল্ডারের বলে ১৫ রান তোলে অস্ট্রেলিয়া। ২টি চার ও ১টি ছক্কা মারেন ওয়ার্নার। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩/০। ওয়ার্নার ২৩ রানে ব্যাট করছেন। 

06 Nov 2021, 05:30 PM IST

অস্ট্রেলিয়ার রান তাড়া করা শুরু

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বোলিং শুরু করেন আকিল হোসেন। প্রথম ওভারে ৫ রান ওঠে।

06 Nov 2021, 05:18 PM IST

ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ১৫৭/৭

জোড়া ছক্কায় ওয়েস্ট ইন্ডিজকে দেড়শো রানের গণ্ডি পার করান আন্দ্রে রাসেল। শেষ ওভারে স্টার্কের শেষ ২টি বলে ছক্কা মারেন দ্রে রাস। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে। রাসেল ৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করেন হোল্ডার। হ্যাজেলউড ৩৯ রানে ৪ উইকেট দখবল করেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৫৮ রান।

06 Nov 2021, 05:13 PM IST

পোলার্ডকে ফেরালেন স্টার্ক

১৯.২ ওভারে স্টার্কের বলে ম্যাক্সওেলের হাতে ধরা পড়েন কায়রন পোলার্ড। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৪ রান করে আউট হন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জেসন হোল্ডার।

06 Nov 2021, 05:03 PM IST

হ্যাজেলউডের শিকার ডোয়েন ব্র্যাভো

আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচে হ্যাজেলউডের শিকার ডোয়েন ব্র্যাভো। ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১০ রান করে ওয়ার্নারের হাতে ধরা পড়েন ব্র্যাভো। ওয়েস্ট ইন্ডিজ ১২৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ১৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৩৬/৬। পোলার্ড ৪২ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 04:54 PM IST

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০৯/৫

১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের বিনিময়ে ১০৯ রান তুলেছে। ব্র্যাভো ১০ বলে ১০ রান করেছেন। ১৭ বলে ১৭ রান করেছেন পোলার্ড।

06 Nov 2021, 04:47 PM IST

১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৯৯/৫

১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটের বিনিময়ে ৯৯ রান তুলেছে। কায়রন পোলার্ড ১৫ ও ডোয়েন ব্র্যাভো ব্যক্তিগত ২ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 04:39 PM IST

হেতমায়েরকে ফেরালেন হ্যাজেলউড 

১২.৫ ওভারে হ্যাজেলউডের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন শিমরন হেতমায়ের। ২টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৯১ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডোয়েন ব্র্যাভো, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ব্যাট করতে নামলেন। ১৩ ওভারে ওেস্ট ইন্ডিজের স্কোর ৯৩/৫।

06 Nov 2021, 04:20 PM IST

লুইসকে ফেরালেন জাম্পা

৯.৩ ওভারে জাম্পার বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন এভিন লুইস। ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৯ রান করেন লুইস। ওয়েস্ট ইন্ডিজ ৭০ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড। ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭৪/৪।

06 Nov 2021, 04:04 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫০/৩

পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে। লুইস ১৪ বলে ২১ রান করেছেন। ৭ বলে ৭ রান করেছেন হেতমায়ের।

06 Nov 2021, 03:51 PM IST

রোস্টনের উইকেট তুলে নেন হ্যাজেলউড

৩.৩ ওভারে হ্যাজেলউডের বলে বোল্ড হন রোস্টন চেস। ২ বল খেলে খাতা খুলতে পারেননি চেস। ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শিমরন হেতমায়ের। ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৭/৩।

06 Nov 2021, 03:50 PM IST

হ্যাজেলউড ফেরালেন পুরানকে

৩.১ ওভারে জোস হ্যাজেলউড ফেরালেন নিকোলাস পুরানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৪ রান করে মার্শের হাতে ধরা পড়েন পুরান। ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রোস্টন চেস।

06 Nov 2021, 03:44 PM IST

গেইলকে ফেরালেন কামিন্স

তৃতীয় ওভারে বল করতে আসেন প্যাট কামিন্স। প্রথম বলে ছক্কা মারেন গেইল। দ্বিতীয় বলে বোল্ড হন দ্য ইউনিভার্স বস। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৫ রান করেন গেইল। ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৫/১।

06 Nov 2021, 03:42 PM IST

হ্যাজেলউডের ওভারে ২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ

দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের বলে ২০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৩টি চার মারেন লুইস। ১টি ছক্কা মারেন গেইল। ১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২৪/০।

06 Nov 2021, 03:34 PM IST

ম্যাচ শুরু

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন ক্রিস গেইল ও এভিন লুইস। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই ২ রান নেন গেইল। প্রথম ওভারে ৪ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।

06 Nov 2021, 03:13 PM IST

ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ

ওয়েস্ট ইন্ডিজ রবি রামপালের বদলে মাঠে নামায় হেডেন ওয়ালসকে।

প্লেয়িং ইলেভেন: এভিন লুইস, ক্রিস গেইল, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোস্টন চেস, শিমরন হেতমায়ের, কায়রন পোলার্ড (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, ডোয়েন ব্র্যাভো, আকিল হোসেন, হেডেন ওয়ালস ও জেসন হোল্ডার।

06 Nov 2021, 03:11 PM IST

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ

অস্ট্রেলিয়া অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।

প্লেয়িং ইলেভেন: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

06 Nov 2021, 03:08 PM IST

টস জিতল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজকে। সুতরাং, আবু ধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিং পোলার্ডদের।

Latest News

জটিল পারিবারিক সম্পর্কের মোকাবিলা করুন এইভাবে, থেরাপিস্ট শেয়ার করলেন টিপস ‘১৩০’ নয়, ৫০ টাকায় খাবার পাবেন রেলযাত্রীরা! আছে ২০ টাকারও মিল, কীভাবে মিলবে? আপনি যদি ICC T20 WC 2024 জিততে চান তাহলে… দ্রাবিড়কে জয়ের মন্ত্র দিলেন সিধু সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০২৪: একনজরে শৈলশহরে অতীতের ফল, এবারের প্রার্থী পরিচয় বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন বাঁধন কনুইয়ের কাছে ঠোঁকা লাগলেই ইলেকট্রিক শকের মতো লাগে? কাদের এমন হয় বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট

Latest IPL News

সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.