টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন শাকিব আল হাসান। সংক্ষিপ্ত ফর্ম্যাটের বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার। এক্ষেত্রে তিনি পিছনে ফেলে দেন শাহিদ আফ্রিদিকে।
চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ডে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে শাকিব টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় আফ্রিদির সঙ্গে যুগ্মভাবে এক নম্বরের সিংহাসন দখল করেন। সেই ম্যাচের পর টি-২০ বিশ্বকাপে শাকিবের উইকেট সংখ্যা দাঁড়ায় ৩৯। টি-২০ বিশ্বকাপে ৩৪টি ম্যাচ খেলে আফ্রিদিও সংগ্রহে করেছেন ৩৯টি উইকেট।
এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে পাথুম নিসঙ্কার উইকেট নেওয়া মাত্রই আফ্রিদিকে পিছনে ফেলে দেন শাকিব। তিনি এককভাবে টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড নিজের দখলে নেন।
পরে শাকিব আবিষ্কা ফার্নান্ডোর উইকেটটিও তুলে নেন। শ্রীলঙ্কা ম্যাচে জোড়া উইকেট নেওয়ার সুবাদে টি-২০ বিশ্বকাপে শাকিবের সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ৪১টি উইকেট।
টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলাররা:-
১. ২৯ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন শাকিব।
২. ৩৪টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নিয়েছেন শাহিদ আফ্রিদি।
৩. লসিথ মালিঙ্গা ৩১টি ম্যাচ খেলে ৩৮টি উইকেট নিয়েছেন।
৪. সৈয়দ আজমল ২৩ ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন।
৫. অজন্তা মেন্ডিস ২১ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন।
৬. উমর গুল ২৪ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।