বৃষ্টির কারণে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অনেক হিসাব বদলে গিয়েছে। যেমন ভারতের কাছে হারের পর বাংলাদেশের সেমির আশা বলতে গেলে শেষ হয়েগিয়েছে। কিন্তু গ্রুপ-২-এর এমনই সমীকরণ যে অঙ্কের হিসাবে বাংলাদেশের এখনও সেমিফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। তবে সমীকরণটা আর নিজেদের হাতে নেই শাকিবদের। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ জিততে হবে তাদের এবং তারপরে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ তাদের মধ্যে কোনও দলের হারের প্রার্থনাও করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে জেতার পরে যদি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও দল হারে তবে বাংলাদেশের সামনে সেমিতে যাওয়ার অঙ্ক তৈরি হলেও হতে পারে। তবে তার সম্ভাবনা খুবই কম। তবে সেই সম্ভাবনাকেও ফেলে দিতে চায় না বাংলাদেশ। টাইগারদের সফল পেস বোলার তাসকিন আহমেদ এখনও বিশ্বাস করেন যে তারা সেমিফাইনালে খেলতেই পারেন।
আরও পড়ুন… প্রথমবার ওডিআইতে ৩০০ পার পাক মহিলা দলের, রেকর্ড রান করলেন সিদ্রা আমিন
সমস্যা হল, ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবোয়ে আর দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। দুটি ম্যাচেই স্পষ্ট ফেভারিট ভারত আর দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সুযোগ তাই নেই বললেই চলে। তবু পেস তারকা তাসকিন আহমেদ সেমিতে যাওয়ার আশা ছাড়ছেন না। তাসকিন আহমেদ অলৌকিক কিছুর আশা করছেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচই কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, এখনও কিন্তু যে কোনও কিছু হতে পারে। অলৌকিক কিছুও হয়ে যেতে পারে।’ ফলে বলাই যায় এখনও সেমিতে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
আরও পড়ুন… Virat Kohli birthday: বিশ্বকাপের লড়াই ভুলে আইপিএল সতীর্থকে লাইভ শোতে শুভেচ্ছা ম্যাক্সির
সুপার 12 এর গ্রুপ-2-এর টেবিলে এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে ভারত। রোহিত শর্মার টিম ইন্ডিয়ার ঝুলিতে রয়েছে চার ম্যাচে ৬ পয়েন্ট। তাদের রানরেট ০.৭৩০। চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের পয়েন্ট ১.৪৪১। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার চারে রয়েছে বাংলাদেশ (-১.২৭৬)। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তান (১.১১৭)। এই সমীকরণে দাঁড়িয়ে নিজেদের শেষ ম্যাচে সর্বোচ্চটা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘শেষ ম্যাচে একই স্পিরিট নিয়ে নামব। ভালো খেলে জিততে চাইব, যদি ম্যাচ জিততে পারি, তখন দেখা যাবে কী হিসাব-নিকাশ হয়। আসল লক্ষ্য পরের ম্যাচটা জেতা।’
পাকিস্তান দল সম্পর্কে কথা বলতে গিয়ে তাসকিন বলেন, ‘দেখুন পাকিস্তান সব ফর্ম্যাটেই ভালো দল এবং তারা তা প্রমাণ করেছে। আমরা যদি জিততে চাই তাহলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমাদের মূল লক্ষ্য ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে উন্নতি করা। আমরা শিখছি এবং আমরা আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছি। কিন্তু আমরা টি-টোয়েন্টি ফর্ম্যাটে দুর্দান্ত দল হতে পারিনি তাই একটি ভালো দল হতে হলে আমাদের প্রতিটি দিক থেকে উন্নতি করতে হবে।’
এরপরে তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি খেলায় ভবিষ্যদ্বাণী করা কঠিন কারণ যে কোনও কিছু ঘটতে পারে। আমরা যদি তাদের ১৫০ বা ১৬০ তে সীমাবদ্ধ করতে পারি তবে আমি মনে করি এটি তাড়া করা যায় এবং আমরা যদি প্রথমে ব্যাট করি এবং একটি প্রশংসনীয় স্কোর করি তবে এটি রক্ষা করা যেতে পারে। আমরা আশা করি আমরা জিততে পারব। আমরা যদি ভালো ক্রিকেট খেলি। দলগত দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে এবং সবাই জানে পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল। আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নতি এবং আমি যেমন বলেছি আমরা সংক্ষিপ্ত ফর্ম্যাটে দুর্দান্ত দল হয়ে উঠতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।