বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হল না, দু'নম্বর দল হিসেবে সুপার টুয়েলভে বাংলাদেশ, দেখুন শাকিবদের প্রতিপক্ষ কারা

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হল না, দু'নম্বর দল হিসেবে সুপার টুয়েলভে বাংলাদেশ, দেখুন শাকিবদের প্রতিপক্ষ কারা

বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে বাংলাদেশ। ছবি- আইসিসি।

সুপার টুয়েলভে কোন গ্রুপে পড়ল বাংলাদেশ?

স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে বসার মাশুল দিতে হল বাংলাদেশকে। সুপার টুয়েলভের টিকিট এল বটে, তবে প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হল না। বি-গ্রুপের দু'নম্বর দল হিসেবে চলতি টি-২০ বিশ্বকাপের পরের রাউন্ডে প্রবেশ করলেন শাকিব আল হাসানরা।

দেখে নেওয়া যাক বি-গ্রুপের অবস্থান:-
১. স্কটল্যান্ড ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকে।
২. বাংলাদেশ ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দু'নম্বরে শেষ করে।
৩. ওমান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে অভিযান শেষ করে।
৪. পাপুয়া নিউ গিনি ৩ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। তারা ৪ নম্বরে থেকে বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

কারা পরের রাউন্ডে:-
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্কটল্যান্ড এবং গ্রুপের দু'নম্বর দল হিসেবে বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়ার টিকিট পেয়ে যায়।

সুপার টুয়েলভে কারা কোন গ্রুপে:-
বি-গ্রুপের এক নম্বর দল হিসেবে স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ-২'এ জায়গা করে নেয়। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এছাড়া প্রথম রাউন্ডে এ-গ্রুপের দু'নম্বর দল যোগ দেবে সুপার টুয়েলভের এই গ্রুপে।

বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ সুপার টুয়েলভের গ্রুপ-১' এ জায়গা করে নেয়। এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এছাড়া এ-গ্রুপের চ্যাম্পিয়ন দল যোগ দেবে এই গ্রুপে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার এই গ্রুপে চলে আসার সম্ভাবনা প্রবল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন