বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > টিকিটের বাড়তি চাহিদা ছাড়া পাকিস্তান ম্যাচের আলাদা গুরুত্ব নেই, দাবি কোহলির

টিকিটের বাড়তি চাহিদা ছাড়া পাকিস্তান ম্যাচের আলাদা গুরুত্ব নেই, দাবি কোহলির

বিরাট কোহলি।

বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ১২-০। ওয়ানডে বিশ্বকাপে তারা ৭ টি এবং টি-২০ বিশ্বকাপে তারা ৫টি ম্যাচে জিতেছে। আগামী ২৪ শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ভারত মুখোমুখি হবে পাকিস্তানের।

শুভব্রত মুখার্জি: ভারত,পাকিস্তান ম্যাচের উন্মাদনা সব সময় এক অন্য পর্যায়ে থাকে। যদি সেটি হয় বিশ্বকাপের ম্যাচ, তা হলে তো কথাই নেই। তার উত্তেজনা,উন্মাদনা যে অন্য পর্যায়ের থাকবে তা বলাই বাহুল্য। করোনা আবহে কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখেই আইসিসির তরফে প্রথম পর্যায়ে যে ম্যাচের টিকিট ছাড়া হয়েছিল, তা ইতিমধ্যেই সব বিক্রি হয়ে গিয়েছে। ফলে আইসিসিকে দ্বিতীয় পর্যায়ে ফের বেশ কিছু টিকিট ছাড়তে হয়েছে। এমন আবহে দাঁড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলির বক্তব্য, ভারত-পাকিস্তান ম্যাচের অতিরিক্ত টিকিটের চাহিদা ব্যতীত, এই ম্যাচটা তার কাছে আর পাঁচটা ম্যাচের মতন।

উল্লেখ্য বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড ১২-০। ওয়ানডে বিশ্বকাপে তারা ৭ টি এবং টি-২০ বিশ্বকাপে তারা ৫টি ম্যাচে জিতেছে। আগামী ২৪ শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। তার আগে এই ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে বিরাট দাবি করেন, ‘আমি কখনও এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা মনে করিনি। আমি অন্য ম্যাচগুলোর কথা মাথাতে রেখেই এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করি। আমি জানি এই ম্যাচকে ঘিরে আলাদা করে অতিরিক্ত প্রচার রয়েছে। তার বেশির ভাগটাই টিকিট বিক্রি এবং টিকিটের চাহিদা নিয়ে।’

এর পর একটু হাল্কা মেজাজে বিরাট মন্তব্য করেন, এই ম্যাচের টিকিট চেয়েছিলেন, এমন অনেক বন্ধুকেই তাঁকে ফেরাতে হয়েছে। তিনি বলেন, ‘এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচের টিকিটের মূল্য অস্বাভাবিক বেশি। সেটা আমি জানি। আমার বন্ধুরা অনেকেই এই ম্যাচের টিকিটের আব্দার আমার কাছে করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে সবাইকেই ফেরাতে হয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.