২০১৫ ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পরে ফের কোনও আইসিসি ইভেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কিউয়িরা কয়েক মাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে। তারা ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপেরও ফাইনালে ওঠে। সুতরাং টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবার টি-২০ ক্রিকেটের বিশ্বখেতাব হাতে তুলতে মরিয়া কেন উইলিয়ামসনরা। অন্যদিকে অস্ট্রেলিয়া ২০১৫-র মতোই নিউজিল্যান্ডকে হারিয়ে ফের একবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাইবে।
আপাতত দুবাইয়ের খেতাবি লড়াইের আগে বিশেষজ্ঞরা একে একে নিজেদের ফেবারিট বেছে নিচ্ছেন। সেই দলে নাম লেখালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শনিবার শারজা আন্তর্জাতিক বই মেলায় এক অনুষ্ঠানে সৌরভের কাছে জানতে চাওয়া হয়, কারা এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে? জবাবে কোনও রকম রাখঢাক না করে নিজের পছন্দের কথা জানিয়ে দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।
সৌরভ মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এখন নিউজিল্যান্ডের সময় চলছে। তাই কিউয়িকরাই এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে। যদিও তিনি অস্ট্রেলিয়াকে দুর্দান্ত একটা ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে উল্লেখ করেন।
সৌরভ বলেন, ‘আমার মনে হয় আন্তর্জাতিক খেলধুলোয় এখন নিউজিল্যান্ডের সময় চলছে। অস্ট্রেলিয়া একটা মহান দেশ। দুর্দান্ত ক্রিকেট জাতী হলেও বেশ কিছুদিন ধরেই ওদের সময়টা ভালো যাচ্ছে না। তাছাড়া টিভিতে যেরকম দেখি, তার থেকে বেশি সাহসী ও দৃঢ় চরিত্র নিউজিল্যান্ড দলে রয়েছে। ওরা কয়েকমাস আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছে। ওরা ছোট দেশ তবে অত্যন্ত দৃঢ় মানসিকতার। আমার মনে হচ্ছে এটা নিউজিল্যান্ডের সময়।’