কয়েকদিন আগেই ক্রিকেট বিশ্বে একটি বিষয় নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। শেষ মুহূর্তে এসে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। নিরাপত্তার কারণ দেখিয়ে তারা শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছিল। ফলে গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বেকায়দায় ফেলে দিয়েছিল। সেটি মনে রয়েছে ক্রিকেট বিশ্বের। দীর্ঘ ১৮ বছর পর দেশটিতে খেলতে এসেও ম্যাচ শুরুর দিন 'হামলা হবে' এ দোহাই দিয়ে তারা চলে যায়। বিষয়টি পুরো পাকিস্তানের জন্য বিশাল বড় একটা ধাক্কা ছিল। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে খেলবে পাকিস্তান। ভারতীয় সময় রাত ৭টা ৩০ মিনিটে শারজাহে শুরু হবে দুই দেশের বাইশ গজের লড়াই।
এ ম্যাচটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন পাক সফর বাতিলের প্রসঙ্গ তুলে আনেন। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নেওয়া বিতর্কিত সিদ্ধান্তের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উইলিয়ামসন। এ ব্যপারে কেন উইলিয়ামসন বলছেন এটি 'লজ্জাজনক'। তিনিও জানেন বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ হয়েছেন পাক ক্রিকেটাররাও, তাই সংবাদসম্মেলনে তিনি আশা করেছেন সে বিষয়টি ভুলে পাকিস্তানের খেলোয়াড়রা খোলা মনেই তাদের বিরুদ্ধে খেলবে।
এ ব্যপারে উইলিয়ামসন বলেন, ‘এটা ছিল হতাশাজনক পরিস্থিতি। আমি জানি পাকিস্তানে নিউজিল্যান্ডের যে দলটি গিয়েছিল তারা সেখানে খেলার জন্য কতটা মুখিয়ে ছিল। আর এটি সত্যিকারের লজ্জা যে, সেভাবে বিষয়টি হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি এখন বলতে চাই, নজরটা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে হওয়া উচিত। এ বিষয়ে সন্দেহ নেই ভারতের বিপক্ষে জয়ের পর পাকিস্তান বেশ উজ্জীবিত।’
এই ম্যাচে নামার আগে বেশ চাপে রয়েছে নিউজিল্যান্ড। দর্শকদের জন্য পাকিস্তানকেই এগিয়ে রাখলেন কিউই অধিনায়ক। তিনি বলেন, ‘আমাদের দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু সম্পর্কটা বেশ ভালো। শেষ দুই বছরে তারা একে অপরের বিরুদ্ধে অনেকবার খেলেছে। এছাড়া বেশ কয়েকজন একসঙ্গে খেলেছে। আমি নিশ্চিত এবারো খোলা মনে খেলবে পাকিস্তান। আরব আমির শাহিতে খেলা হওয়ায় দর্শকদের সাপোর্ট তারা পাবে। কারণ তারা সব সময় এখানেই খেলে থাকে।’