২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। ইংল্যান্ড শিরপো জিতে নিয়েছে। তবে এখনও এর রেশ রয়ে গিয়েছে। ব্যর্থ দলগুলোকে নিয়ে চলছে কাটাছেঁড়া। সঙ্গে যাঁরা ভালো পারফরম্যান্স করেছেন, তাঁরাও রয়েছেন আলোচনায়। আমরা দেখে নেব, কোন ৫ তরুণ বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি নজর কাড়লেন।
1/5যে ম্যাচের শুরুতে সুইং পেয়েছেন, সেই ম্যাচেই কামাল করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে সুইং না পেলেও পরে ভালো বোলিং করেছিলেন। ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের অভিষেকেই প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। আউট করেছিলেন বাবর আজমকে। আর্শদীপ সিং-এর পারফরম্যান্স কিন্তু সকলকে মুগ্ধই করেছে।
2/5২৩ বছরের আফগানিস্তান তারকা ফজলহক ফারুকি এ বারের বিশ্বকাপে সে ভাবে খেলারই সুযোগ পাননি। সুপার টুয়েলভের ৫টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচই বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে। তার পরেও ফারুকি ৩ উইকেট নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ উইকেট এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ২ উইকেট নেন। বল হাতে নজর কাড়লেও, সুপার টুয়েলভ থেকেই বিদায় নেয় আফগানিস্তান। তারা তিনটি ম্যাচের একটিতেও জিততে পারিনি।
3/5পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিম শাহকে সে ভাবে উইকেট নিতে না পারলেও, বল হাতে তিনি কিন্তু নজর কেড়েছেন। ফাইনালেও তিনি ভালো বোলিং করেছেন। নিঃসন্দেহে উঠতি তরুণ প্লেয়ারদের দলে জায়গা করে নেবেন নাসিম শাহ। হয়তো ৭ ম্যাচ খেলে তিনি ৩ উইকেট নিয়েছেন, তবে আগামী দিনে নাসিম শাহ যে পাকিস্তানের বড় অস্ত্র হতে পারেন, সেই বিষয়ে সন্দেহ নেই।
4/5গ্লেন ফিলিপ্স দুরন্ত ছন্দে টি-টোয়েন্টি বিশ্বকাপে করে ফেলেছেন মোট ২০১ রান। যদিও সেমিফাইনালে তিনি ব্যর্থ হয়েছেন। তবে সুপার টুয়েলভে দুরন্ত পারফরম্যান্স করছিলেন তিনি। একটা ম্যাচের ব্যর্থতার জন্য বাকি পারফরম্যান্স বেকার হয়ে যেতে পারে না। এই বিশ্বকাপে ফিলিপ্স বড় প্রাপ্তি।
5/5কার্তিক মিয়াপ্পান শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। ভারতীয় বংশোদ্ভূত বোলারকে সংযুক্ত আরব আমিরশাহির জার্সিতে দুরন্ত ছন্দে পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহি সুপার টুয়েলভ রাউন্ডেও উঠতে পারেনি। তবে কার্তিক মিয়াপ্পান এই বিশ্বকাপে নজর কাড়েন। মোট ৫ উইকেট নেন তিনি।