বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > 'এই সেঞ্চুরির গুরুত্ব কতটা, সেটা ব্যাখ্যা করা যাবে না', শ্রীলঙ্কাকে উড়িয়ে বললেন ফিলিপস

'এই সেঞ্চুরির গুরুত্ব কতটা, সেটা ব্যাখ্যা করা যাবে না', শ্রীলঙ্কাকে উড়িয়ে বললেন ফিলিপস

'এই সেঞ্চুরির গুরুত্ব কতটা, সেটা ব্যাখ্যা করা যাবে না', বললেন ফিলিপস (AP)

ফিলিপসকে প্রশ্ন করা হয়েছিল ১৫ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে তার এবং মিচেলের মধ্যে কি কথা হয়েছিল? তার উত্তরে গ্লেন ফিলিপস জানান 'আমার এবং ডারিল দুজনের কাছেই পরিষ্কার ছিল যে আমরা যতটা সম্ভব পজিটিভ খেলতে চাই। আমাদের লক্ষ্য ছিল সঠিক বলটাকে বেছে নিয়ে আক্রমণ করা।

শুভব্রত মুখার্জি: শনিবার টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্যায়ের ম্যাচে শ্রীলঙ্কাকে পর্যুদস্ত করেছে নিউজিল্যান্ড দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ৬৫ রানের বিরাট ব্যবধানে জয় পেয়েছে কেন উইলিয়ামসন বাহিনী। এই ম্যাচে যে দল জিতত সেই দলের সেমিফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত ছিল। ফলে এই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালের পথে যে কেন উইলিয়ামসনরা একধাপ এগিয়ে গেলেন তা বলাই চলে। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের কিপার ব্যাটার গ্লেন ফিলিপস। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন শুরুতে দল সমস্যায় পড়লেও তিনি এবং ডারিল মিচেল ঠিক করেছিলেন তারা যতটা সম্ভব পজিটিভ খেলবেন।

ফিলিপসকে প্রশ্ন করা হয়েছিল ১৫ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে তার এবং মিচেলের মধ্যে কি কথা হয়েছিল? তার উত্তরে গ্লেন ফিলিপস জানান 'আমার এবং ডারিল দুজনের কাছেই পরিষ্কার ছিল যে আমরা যতটা সম্ভব পজিটিভ খেলতে চাই। আমাদের লক্ষ্য ছিল সঠিক বলটাকে বেছে নিয়ে আক্রমণ করা। এইধরনের পিচে স্লোয়ার বলকে মারাটা একটু কঠিন। ফলে ওই সময়টা আমরা উইকেট ধরে রাখার দিকে লক্ষ্য রেখেছি। আমাদের প্রথম লক্ষ্য ছিল একটা লড়াকু স্কোরে পৌঁছনো। তবে আমি মনে করি দিনের শেষে আমাদের স্কোরটা এই উইকেট অনুযায়ী কিছুটা বেশিই ছিল।'

ম্যাচে ফিলিপস ৬৪ বলে ১০৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন। সেই ইনিংস প্রসঙ্গেই তাকে প্রশ্ন করা হয়েছিল এই ইনিংস নিয়ে আপনার কি মতামত? আপনি কতটা উপভোগ করেছেন এই ইনিংসটা? তার উত্তরে ফিলিপস জানান 'আমি যতটা সম্ভব সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করি। আজকের দিনে আমার জন্য সবকিছু ঠিকঠাক গিয়েছে। যেভাবে দলের বোলাররা বল করেছে তা অনবদ্য। সবকটা ক্যাচ আমরা ঠিকঠাক ধরেছি। দল এই মুহূর্তে অসাধারণ ফর্মে রয়েছে।'

বিশ্বকাপে শতরান করার অর্থ তার কাছে কী? এই প্রশ্নের উত্তরে ফিলিপস জানিয়েছেন 'এই শতরান যে আমার কাছে কী আমি তা ঠিক বর্ণনা করতে পারব না। তবে এটা বলতে পারি নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার সুফল পেয়েছি আমি।'

বন্ধ করুন