বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > Commentator going upside down: পার্থ স্টেডিয়ামের ছাদে উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য! ভাইরাল ছবি, বুক কাঁপল নেটপাড়ার

Commentator going upside down: পার্থ স্টেডিয়ামের ছাদে উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য! ভাইরাল ছবি, বুক কাঁপল নেটপাড়ার

নাতালি জার্মানোসের সেইকীর্তি। (ছবি সৌজন্যে টুইটার)

Commentator going upside down: একাধিক ক্যামেরাম্যানের সঙ্গে স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে থাকেন। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছিলেন। রোপ দিয়ে তাঁদের বাঁধা ছিল। তারইমধ্যে একবার পুরোপুরি উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে থাকেন নাতালি।

মাঠে চলছে পাকিস্তান-নেদারল্যান্ডসের খেলা। পার্থের স্টেডিয়ামের মাথায় উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিচ্ছেন নাতালি জার্মানোস। টি-টোয়েন্টি বিশ্বকাপের এমনই দৃশ্য ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে রীতিমতো বুক কেঁপে গেল নেটিজেনদের।

রবিবার পার্থ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিল নেদারল্যান্ডস। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় পার্থের স্টেডিয়ামের ছাদে উঠে যান ধারাভাষ্যকার নাতালি। একাধিক ক্যামেরাম্যানের সঙ্গে স্টেডিয়ামের ছাদে দাঁড়িয়ে ধারাভাষ্য দিতে থাকেন। প্রত্যেকেই প্রয়োজনীয় সুরক্ষা নিয়েছিলেন। রোপ দিয়ে তাঁদের বাঁধা ছিল। তারইমধ্যে একবার পুরোপুরি উলটো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে থাকেন নাতালি। তিনি বলেন, ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলা দেখা যাচ্ছে।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ধারাভাষ্যের দৃশ্য। কীভাবে এত উঁচুতে উলটো হয়ে ঝুলে আছেন, তা ভেবেই বুক কাঁপতে শুরু করে নেটিজেনদের। এক বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের ধারাভাষ্যকার এবং স্ট্যান্ড-আপ কমেডিয়ান আতিফ নওয়াজ বলেন, 'আমি আগে থেকেই জানতাম যে খেলা নিয়ে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে নাতালি জার্মানোসের।' পাকিস্তানি সাংবাদিক রোহা নাদিম আবার বলেন, 'প্রত্যেক সঞ্চালকের স্বপ্নপূরণ করলেন নাতালি জার্মানোস।'

একইসুরে এক নেটিজেন বলেন, 'আপনি (নাতালি জার্মানোস) কী মারাত্মক সাহসী।' ইংরেজ ক্রিকেটার কেট ক্রস মজা করে বলেন, 'আজ যা করেছেন, সেজন্য সম্প্রচারকারী সংস্থার থেকে বড়সড় বোনাস পাওয়া উচিত নাতালি জার্মানোসের।' স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার চার্লস ডাগনাল আবার বলেন, ‘ওসব সুরক্ষাবর্মের কী দরকার ছিল? আমি তো ভেবেছিলাম, তুমি আরও বেশি সাহসী।’

আরও পড়ুন: T20 বিশ্বকাপে হাজার রানের শৃঙ্গে প্রথম ভারতীয় বিরাট কোহলি, আর সুরক্ষিত নয় জয়াবর্ধনের রেকর্ড

পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচ

নাতালি যে কাণ্ড করেছেন, তাতে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ ছেড়ে তাঁর দিকেই নজর ঘুরে গিয়েছে। এমনিতে নেদারল্যান্ডসকে সহজেই হারিয়ে দিয়েছে পাকিস্তান। আজ পাকিস্তান বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ৯১ রানের বেশি তুলতে পারেনি নেদারল্যান্ডস। শাদাব খান চার ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহম্মদ ওয়াসিম তিন ওভারে ১৫ রান দিয়ে দুই উইকেট নেন। একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহ।

আরও পড়ুন: India vs South Africa T20 WC Match LIVE: দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

সেই রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান বাবর আজম। পাঁচ বলে রান করেন। তারপর পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মহম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৫ রান করেন। শেষের দিকে কিছুটা নড়বড় করলেও শেষপর্যন্ত ৩৭ বল বাকি থাকতেই ছয় উইকেটে জিতে যায় পাকিস্তান। সেই জয়ের ফলে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেলেন বাবররা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন 'আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে তুলনা টেনে বললেন কী? ঘনিষ্ঠ ভাবে রং মাখিয়ে আইনি বিপাকে দুই মেয়ে! দিতে হবে মোটা জরিমানা অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভাঙতেই নিজেকে শেষ করতে যান রবিনা? গুজব উড়িয়ে বললেন কী? দেশের মাটিতে তৈরি তেজস এমকে-১এ সিরিজের যুদ্ধবিমানের প্রথম উড়ান সফল গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.