বোকার মতো কথা বলছেন আব্দুল রাজ্জাক! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে এবার একহাত নিলেন তাঁরই দেশের তারই সতীর্থ ক্রিকেটার দানিশ কানেরিয়া। প্রাক্তন স্পিনার জানালেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বিরাট কোহলিরাই। ভারত ও পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্রিকেটের ময়দানে লড়াইটা বরাবরই শিরোনাম থাকে। ২৪ অক্টোবর ফের একবার দুই দেশ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে বর্তমান ভারতীয় দল নিয়ে আজগুবি মন্তব্য করলেন আব্দুল রাজ্জাক।
প্রাক্তন পাক অলরাউন্ডার বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। তবে এবার যেন নিজের অতীতের সমস্ত মন্তব্যকে ছাপিয়ে গেলেন রাজ্জাক। আইসিসি ইভেন্টেই বর্তমানে একমাত্র ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। সেইসব ম্যাচে বছরের পর বছর ধরে ভারত নিজেদের দাপট বজায় রাখলেও রাজ্জাকের মনে করেন বর্তমানে পাক দলের মতো প্রতিভা ভারতে নেই।
ARY News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনভাবেই লড়াই করতে পারবে না। পাক দলে যে পরিমাণ প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্ন এবং ভারত-পাকিস্তানের খেলা না হওয়া (দ্বিপাক্ষিক সিরিজ) আমার মতে ক্রিকেটের বড় ক্ষতি। এইসব ম্যাচগুলিতেই কোন ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম তার আসল পরীক্ষা হয়। আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচ যদি খেলা হত, তাহলে লোকেরা সহজেই বুঝতে পারত যে পাকিস্তান দলের মতো দক্ষতা ও প্রতিভা ভারতের নেই।’
বোকার মতো কথা বলছেন আব্দুল রাজ্জাক! পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারকে এবার একহাত নিলেন তাঁরই দেশের তারই সতীর্থ ক্রিকেটার দানিশ কানেরিয়া। প্রাক্তন স্পিনার জানালেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সেরা বিরাট কোহলিরাই। ভারত ও পাকিস্তান, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ক্রিকেটের ময়দানে লড়াইটা বরাবরই শিরোনাম থাকে। ২৪ অক্টোবর ফের একবার দুই দেশ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হতে চলেছে। তার আগে বর্তমান ভারতীয় দল নিয়ে আজগুবি মন্তব্য করলেন আব্দুল রাজ্জাক।
প্রাক্তন পাক অলরাউন্ডার বরাবরই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত। তবে এবার যেন নিজের অতীতের সমস্ত মন্তব্যকে ছাপিয়ে গেলেন রাজ্জাক। আইসিসি ইভেন্টেই বর্তমানে একমাত্র ভারত-পাকিস্তান মুখোমুখি হয়। সেইসব ম্যাচে বছরের পর বছর ধরে ভারত নিজেদের দাপট বজায় রাখলেও রাজ্জাকের মনে করেন বর্তমানে পাক দলের মতো প্রতিভা ভারতে নেই।
ARY News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মতে পাকিস্তানের সঙ্গে ভারত কোনভাবেই লড়াই করতে পারবে না। পাক দলে যে পরিমাণ প্রতিভা আছে, তা সম্পূর্ণ ভিন্ন এবং ভারত-পাকিস্তানের খেলা না হওয়া (দ্বিপাক্ষিক সিরিজ) আমার মতে ক্রিকেটের বড় ক্ষতি। এইসব ম্যাচগুলিতেই কোন ক্রিকেটার কতটা চাপ সামলাতে সক্ষম তার আসল পরীক্ষা হয়। আমার মনে হয় ভারত-পাকিস্তান ম্যাচ যদি খেলা হত, তাহলে লোকেরা সহজেই বুঝতে পারত যে পাকিস্তান দলের মতো দক্ষতা ও প্রতিভা ভারতের নেই।’|#+|
এই মন্তব্যের কড়া জবাব দিলেন পাকিস্তানের আর এক তারকা ক্রিকেটার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বললেন বাজে কথা বলছেন আব্দুল রাজ্জাক। এরপরে বর্তমান ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের দলের ক্রিকেটারদের তুলনা করতে তাকেন তিনি। কানেরিয়া জানান, ‘পাকিস্তানের ব্যাটিং এবং বোলিংয়ে স্থিতিশীলতা নেই। রাজ্জাক বলেছেন যে কোহলি এবং রোহিতকে আউট করুন এবং এই ভারতীয় দলকে আটকে দিন। বাজে কথা, আপনি এই ভারতীয় দলকে কিভাবে ধরবেন? পাকিস্তান দল গঠনে সমস্যা রয়েছে। আপনার ব্যাটিং কোথায়, কে আপনাকে ম্যাচ জেতাবে? ইংল্যান্ডের বি দল আমাদের পরাজিত করেছে। নির্বাচনটি নড়বড়ে মনে হচ্ছে, এটি একটি খুব খারাপ বিবৃতি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।