এক প্রোটিয়া তারকার কাঁধে ভর করে বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় পেল নমিবিয়া। চলতি টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ-গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দেয় নমিবিয়া। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম্যান্স উপহার দেন একদা দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেভিড ওয়াইজ।
মা দক্ষিণ আফ্রিকার হলেও পিতৃপরিচয়সূত্রে ডেভিড নমিবিয়ার হয়ে মাঠে নামেন চলতি বিশ্বকাপে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে ডাচদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় তুলে নেয় নমিবিয়া। বল হাতে ১টি উইকেট নেওয়া ছাড়াও অপরাজিত হাফ-সেঞ্চুরি করে দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন ডেভিড।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নমিবিয়া ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়।
নেদারল্যান্ডসের হয়ে ৫৬ বলে ৭০ রান করে রান-আউট হন ম্যাক্স। ডেভিড ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। নমিবিয়ার হয়ে ৪০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন ওয়াইজ। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মারেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনিই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।