শুভব্রত মুখার্জি: সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড দল। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই করে শিরোপা জয় নিশ্চিত করে জস বাটলার বাহিনী। ইংল্যান্ড দল তাঁদের ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার টি-২০'র বিশ্বকাপের শিরোপা জিতেছে। তবে ইংল্যান্ড শিরোপা জিতলেও ফাইনালে খেলা হয়নি তাঁদের বাঁহাতি ব্যাটার ডেভিড মালানের। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে যে তিনি খেলছেন না তা তাঁকে টিম ম্যানেজমেন্টের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আর সেই কথা শুনে নাকি অঝোরে কেঁদেছিলেন ডেভিড মালান। আর সেই কথাই জানালেন স্বয়ং মালান।
মালান জানিয়েছেন 'প্রত্যেকের কেরিয়ারে নানা সময় নানা কঠিন মুহূর্ত আসে। তাঁর কেরিয়ারের সবথেকে কঠিন মুহূর্ত ছিল। ক্রিকেটার হিসেবে ওই ফাইনালটা খেলতে না পারাটা স্বাভাবিকভাবেই আমার কাছে খুব কঠিন একটা দিন ছিল। ক্রীড়ার জগত এমনই। মাঝেমধ্যে খুব নির্দয়। তবে সিদ্ধান্তটা খুব বোধগম্য ছিল আমাদের কাছে। রাতে করে আমি আর উডি (মার্ক উড) আবার চোটের কবলে না পড়ি তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও আমাদের ছাড়াও দল যেটা করার দরকার ছিল সেটাই করেছে। সেই রাতে আমি খুব কেঁদেছিলাম। এটা তো নিশ্চিত হওয়া যায় না যে আমি আর কটা বিশ্বকাপ ফাইনালে আর খেলতে পারব আমি।'
তিনি আরও যোগ করেন 'যদি ফিট না থাকি, যা আমার থেকে চাওয়া হয়েছে তা করতে না পরি সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা (বাদ দেওয়ার) সঠিক ছিল। সেই ক্ষেত্রে ফিটনেস টেস্টে পাশ করার থেকে বাদ পড়াটা সহজ ছিল। পরিস্থিতি তোমার নিজের জন্য তো ঝুঁকিপূর্ণ ছিলো। পাশাপাশি এই অবস্থায় খেললে তুমি তোমার দলকেও সমস্যায় ফেলে দিতে। হতেই পারে পরের দিন আমি দ্বিতীয় ওভারেই ফিল্ডিং করতে গিয়ে ফের চোট পেয়ে গেলাম আর আমার দল ফের সমস্যায় পড়ে গেল। আমার এবং মার্কের মধ্যে এই বিষয়ে দুই মিনিট কথা হয়েছে। আমরা দুজনেই খুব হতাশ ছিলাম। আমরা দুজনেই এটা মেনে নিই এখন বিষয়টা আর ব্যক্তিগত নয়। বিষয়টা আমাদের দলগতভাবে ভাবতে হবে। আমরা বিশ্বকাপ জিতেছি। আর সেটাই দরকার ছিল।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।