বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > T20 WC-এর আগে ফের বড় ধাক্কা খেল ভারত, বুমরাহের পর ছিটকে গেলেন আর এক তারকা পেসার

T20 WC-এর আগে ফের বড় ধাক্কা খেল ভারত, বুমরাহের পর ছিটকে গেলেন আর এক তারকা পেসার

দীপক চাহার।

চাহার না থাকায় শার্দুল ঠাকুরকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের মূল দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে। তাঁদের সঙ্গেই যোগ দেবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে মহম্মদ শামি ফিটনেস পরীক্ষায় পাস হওয়াটা টিম ইন্ডিয়ার জন্য যেমন ভালো খবর। তেমনই আবার আইসিসি-র মেগা ইভেন্টের আগে দীপক চাহারের ছিটকে যাওয়াটা বড় ধাক্কা ভারতের কাছে। চোটের কারণে জসপ্রীত বুমরাহের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দীপক চাহারও। যদিও চাহার ছিলেন মহম্মদ শামির সঙ্গে রিজার্ভ দলে।

আরও পড়ুন: ফিটনেস টেস্টে পাস করেও T20 WC-এ বুমরাহের বদলি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন শামি

এ দিকে চাহার ছিটকে যাওয়ায়, বিসিসিআই নির্বাচকেরা শামি না সিরাজ- কাকে বুমরাহের বদলি হিসেবে বেছে নেন, সেটাই দেখার। শামি অবশ্য প্রথম থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ তালিকায় ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে চাহার চোট পাওয়ায় সিরাজকেও রিজার্ভ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, বুমরাহের পরিবর্ত হিসেবে বিশ্বকাপের মূল দলে অভিজ্ঞ শামিই জায়গা পাবেন।

চাহার না থাকায় শার্দুল ঠাকুরকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের মূল দল ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করে দিয়েছে। তাঁদের সঙ্গেই যোগ দেবেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। সঙ্গে থাকবেন শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই।

আরও পড়ুন: টি২০ বিশ্বকাপে সেরা দল নির্বাচিত হয়েছে, সুকৌশলে গুগলি এড়িয়ে বললেন কুলদীপ

পিঠের চোটের কারণে অনেক দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন চাহার। খেলতে পারেননি আইপিএলেও। জিম্বাবোয়ের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে ফিরেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন। কিন্তু আবার চোট পান। সেই চোট তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে দিল। আপাতত দীপক চাহার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানেই রিহ্যাব চলছে তাঁর।

রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় প্রথমে ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার, স্পিনার রবি বিষ্ণোই, ফাস্ট বোলিং মহম্মদ শামি এবং দীপক চাহারের নাম থাকলেও, টি-টোয়েন্টি সিরিজের সময় চোটের কারণে সমস্যায় পড়েন চাহার। এমন পরিস্থিতিতে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাঁকে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করে সকলকে মুগ্ধ করেছেন মহম্মদ সিরাজ। এ দিকে শামি এবং সিরাজ দু’জনেই অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ায় রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের হাতে বিকল্প বাড়ল।

বন্ধ করুন