বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > দলের অধিনায়কদের হতাশার পারফরম্যান্স, 2022 T20 WC-এ লজ্জার নজির ক্যাপ্টেনদের

দলের অধিনায়কদের হতাশার পারফরম্যান্স, 2022 T20 WC-এ লজ্জার নজির ক্যাপ্টেনদের

টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জার রেকর্ড বিভিন্ন দলের অধিনায়কদের।

ভারত অধিনায়ক রোহিত শর্মার কথা বললে, ৪ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরিসহ মাত্র ৭৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে, যেখানে প্রতিবেশী দেশের অধিনায়ক বাবর আজমের অবস্থা তার চেয়েও খারাপ। এই টুর্নামেন্টে ৩.৫০ গড়ে মাত্র ১৪ রান করেছেন বাবর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে অত্যন্ত হতাশাজনক নজির গড়েছেন সব দলের অধিনায়কেরা। রোহিত শর্মা থেকে অ্যারন ফিঞ্চ, শাকিব আল হাসান থেকে মহম্মদ নবি- প্রত্যেক অধিনায়কেরই পারফরম্যান্স হতাশজনক। যার নিট ফল এই যে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সব অধিনায়কের গড় এবং স্ট্রাইক রেট যা, সেটা এখনও পর্যন্ত আগের ৭টি টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে সবচেয়ে কম। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সব অধিনায়কের ব্যাটিং গড় ১৭.৮৪, যেখানে গড় স্ট্রাইক রেট ১০৭.০২।

আরও পড়ুন: ৪ রানে জয়- উচ্ছ্বাস নেই, রয়েছে হাহুতাশ, অজিদের ভাগ্য এখন লঙ্কার হাতে

প্রথমত, ভারত অধিনায়ক রোহিত শর্মার কথা বললে, ৪ ম্যাচে ১টি হাফ সেঞ্চুরিসহ মাত্র ৭৪ রান এসেছে তাঁর ব্যাট থেকে, যেখানে প্রতিবেশী দেশের অধিনায়ক বাবর আজমের অবস্থা তার চেয়েও খারাপ। এই টুর্নামেন্টে ৩.৫০ গড়ে মাত্র ১৪ রান করেছেন বাবর। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কমপক্ষে দু'টি ম্যাচ খেলেছেন, এমন অধিনায়কদের তালিকায় বাবর রয়েছেন।

আরও পড়ুন: কিউয়ি-অজিরা শেষ ম্যাচ জেতায় T20 WC-এ স্বপ্নভঙ্গ চোটে জর্জরিত লঙ্কা বাহিনীর

একই সঙ্গে এই টুর্নামেন্টের সুপার-টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে এখনও পর্যন্ত মাত্র দু'জন অধিনায়ক রয়েছেন, যাঁরা ১০০ রানের গণ্ডি পার করেছেন। ১৩২ করে অধিনায়কদের তালিকার শীর্ষে রয়েছেন কেন উইলিয়ামসন, আর অ্যারন ফিঞ্চ ১০৭ রান করে অধিনায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শুক্রবারই আয়ারল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসন ৩৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন, যে কারণে তিনি ১০০ রানের সীমা টপকে যান।

অন্য অধিনায়কদের কথা বললে, জস বাটলার ৩ ম্যাচে ৯১ রান, তেম্বা বাভুমা ৪ ম্যাচে ৫০, শাকিব আল হাসান ৪৪ এবং মহম্মদ নবী ৩ ম্যাচে ১৭ রান করেছেন।

বন্ধ করুন