চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এশিয়া চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। তবে তারা নিজেদের সঙ্গে ওয়ান ডে-র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও টুর্নামেন্টের বাইরে টেনে নিয়ে যেতে মরিয়া ছিল। শ্রীলঙ্কার জন্য সুপার টুয়েলভের ম্যাচটি ছিল নিছক সম্মানরক্ষার। তবে ইংল্যান্ডের কাছে এটি ছিল ডু-অর-ডাই লড়াই। হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতো ইংল্যান্ডকে। জিতলে সেমিফাইনালের টিকিট ছিল নিশ্চিত। শেষমেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমিফাইনালে ওঠেন বাটলাররা। ইংল্যান্ড যদি শ্রীলঙ্কার কাছে হেরে যেত, তবে সেমিফাইনালে চলে যেত অস্ট্রেলিয়া।
ম্যাচের সেরা আদিল রশিদ
৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আদিল রশিদ।
ছিটকে গেল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে ইংল্যান্ড
নিউজিল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে শেষ চারের টিকিট পকেটে পোরে ইংল্যান্ড। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, তিন দলেরই সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৫ ম্যাচে ৭। তবে নেট রান-রেটে সবথেকে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়নদের।
৪ উইকেটে জয় ইংল্যান্ডের
শ্রীলঙ্কার ৮ উইকেটে ১৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৪ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ২ বল বাকি থাকতে ৪ উইকেটের উত্তেজক জয় ছিনিয়ে নেন বাটলাররা। বেন স্টোকস ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।
শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ৫ রান
১৯ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ১৩৭ রান। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ৫ রান। বেন স্টোকস ৩৪ বলে ৩৯ রান করেছেন।
স্যাম কারান আউট
১৭.৬ ওভারে কুমারার বলে রজিথার হাতে ধরা পড়েন স্যাম কারান। ১১ বলে ৬ রান করেছেন তিনি। ইংল্যান্ড ১২৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রিস ওকস।
৩ ওভারে ১৫ রান দরকার ইংল্যান্ডের
১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১২৭ রান। জয়ের জন্য ৩ ওভারে ১৫ রান দরকার তাদের। স্টোকস ২৮ বলে ৩২ রান করেছেন। মেরেছেন ২টি চার।
মইন আলি আউট
১৪.৩ ওভারে ধনঞ্জয়া ডি'সিলভার বলে দাসুন শানাকার হাতে ধরা পড়েন মইন আলি। ৫ বলে ১ রান করেন তিনি। ইংল্যান্ড ১১১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যাম কারান। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১১৩ রান। ২৩ রানে ব্যাট করছেন স্টোকস।
লিভিংস্টোনকে ফেরালেন কুমারা
১৩.১ ওভারে লাহিরু কুমারার বলে ধনঞ্জয়া ডি'সিলভার হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ৬ বলে ৪ রান করেন তিনি। ইংল্যান্ড ১০৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১১০ রান।
১০০ টপকাল ইংল্যান্ড
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় ইংল্যান্ড। ১৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০৬ রান। ২০ রানে ব্যাট করছেন বেন স্টোকস। তিনি ১টি চার মেরেছেন।
হ্যারি ব্রুক আউট
১০.৬ ওভারে ধনঞ্জয়া ডি'সিলভার বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক। ৫ বলে ৪ রান করেন তিনি। ইংল্যান্ড ৯৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম লিভিংস্টোন।
হেলস আউট
৯.১ ওভারে হাসারাঙ্গার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৩০ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন হেলস। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ৮২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হ্যারি ব্রুক। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৬ রান।
বাটলারকে ফেরালেন হাসারাঙ্গা
৭.২ ওভারে হাসারাঙ্গার বলে করুারত্নের হাতে ধরা পড়েন জোস বাটলার। ২৩ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ৭৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। ৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৭৬ রান। হেলস ৪৪ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তে শক্ত ভিতে ইংল্যান্ড
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৭০ রান সংগ্রহ করেছে। রজিথার বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন হেলস। ষষ্ঠ ওভারে মোট ২০ রান ওঠে। হেলস ১৯ বলে ৪২ রান করেছেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
৫০ ছুঁল ইংল্যান্ড
৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। ১৮ বলে ২৫ রান করেছেন জোস বাটলার। তিনি ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১৩ বলে ২২ রান করেছেন অ্যালেক্স হেলস। তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন।
রান তাড়া শুরু ইংল্যান্ডের
অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। বোলিং শুরু করেন মাহিশ থিকসানা। প্রথম ওভারে ৩ রান ওঠে।
শ্রীলঙ্কাকে সস্তায় বাঁধল ইংল্যান্ড
ইনিংসের একেবারে শেষ বলে উড ফিরিয়ে দেন মাহিশ থিকসানাকে। শ্রীলঙ্কা ভালো শুরু করেও দেড়সো টপকাতে ব্যর্থ হয়। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৪২ রান।
রান-আউট হাসারাঙ্গা
১৯.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৯ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। ব্যাট করতে নামেন মাহিশ থিকসানা।
রাজাপক্ষে আউট
১৯.২ ওভারে উডের বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন ভানুকা রাজাপক্ষে। ২২ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি চার। শ্রীলঙ্কা ১৪০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চামিকা করুণারত্নে।
শানাকা আউট
১৭.৫ ওভারে মার্ক উডের বলে বাটলারের দস্তানা ধরা পড়েন দাসুন শানাকা। ৮ বলে ৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১২৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
হাফ-সেঞ্চুরি করে আউট নিশঙ্কা
১৫.৩ ওভারে আদিল রশিদের বলে পরিবর্ত ফিল্ডার ক্রিস জর্ডনের হাতে ধরা পড়েন পাথুম নিশঙ্কা। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ২টি চার ও ৫টি ছক্কা। শ্রীলঙ্কা ১১৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। ১৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১২০ রান।
১০০ ছুঁল শ্রীলঙ্কা
১৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ১০০ রান। পাথুম নিশঙ্কা ৩৭ বলে ৫৭ রান করেছেন। ৭ বলে ৬ রান করেছেন ভানুকা রাজাপক্ষে।
হাফ-সেঞ্চুরি নিশঙ্কার
১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পাথুম নিশঙ্কা। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৮৯ রান। ৫০ রানে ব্যাট করছেন পাথুম।
আসালঙ্কা আউট
১০.৪ ওভারে বেন স্টোকসের বলে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন চরিথ আসালঙ্কা। ৯ বলে ৮ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৮৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ভানুকা রাজাপক্ষে।
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৮০ রান। ২৯ বলে ৪৬ রান করেছেন পাথুম নিশঙ্কা। ৫ রানে ব্যাট করছেন আসালঙ্কা।
ডি'সিলভা আউট
৮.২ ওভারে স্যাম কারানের বলে বেন স্টোকসের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া ডি'সিলভা। ১১ বলে ৯ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৭২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৭৫ রান। ২৬ বলে ৪৪ রান করেছেন পাথুম নিশঙ্কা।
৫০ টপকাল শ্রীলঙ্কা
পঞ্চম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল শ্রীলঙ্কা। স্যাম কারানের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন নিশঙ্কা। ওভারে মোট ১৩ রান ওঠে। ৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৫২ রান। পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কা ১ উইকেটে ৫৪ রান তোলে। আদিল রশিদ ষষ্ঠ ওভারে মাত্র ২ রান খরচ করেন। ২০ বলে ৩২ রান করেছেন নিশঙ্কা। তিনি ১টি টার ও ৩টি ছক্কা মেরেছেন।
কুশল মেন্ডিস আউট
৩.৬ ওভারে ক্রিস ওকসের বলে বাউন্ডারি লাইনে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'সিলভা। ওকস ২ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
আগ্রাসী ব্যাটিং দুই ওপেনারের
দ্বিতীয় ওভারে ওকসের বলে ৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারে মার্ক উড ১৭ রান খরচ করেন। ১টি ছক্কা মারেন মেন্ডিস। ১টি ছক্কা হাঁকান নিশঙ্কা। ৩ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৩২ রান। নিশঙ্কা ৯ বলে ১৯ রান করেছেন। ৯ বলে ১৩ রান করেছেন মেন্ডিস।
নিশঙ্কার ছক্কায় শুরু শ্রীলঙ্কার ইনিংস
কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন পাথুন নিশঙ্কা। বোলিং শুরু করেন বেন স্টোকস। দ্বিতীয় বলে ছক্কা মেরে খাতা খোলেন নিশঙ্কা। প্রথম ওভারে ৯ রান ওঠে। ৪ বলে ৮ রান করেছেন নিশঙ্কা।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, কাসুন রজিথা ও লাহিরু কুমারা।
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড ও আদিল রশিদ।
টস হারল ইংল্যান্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে টস হারল ইংল্যান্ড। টস জিতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন দাসুন শানাকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে রান তাড়া করবেন বাটলাররা।
ম্যাচ ভেস্তে গেলে লাভ অস্ট্রেলিয়ার
বৃষ্টির জন্য ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গেলে সেমিফাইনালের টিকিট হাতে পাবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড তখন বিশ্বকাপ অভিযান শেষ করবে ৬ পয়েন্টে।
গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিল
১. নিউজিল্যান্ড: ৫ ম্যাচে ৭ পয়েন্ট (নেট রান রেট: +২.১১৩ )
২. অস্ট্রেলিয়া: ৫ ম্যাচে ৭ পয়েন্ট (নেট রান রেট: -০.১৭৩)
৩. ইংল্যান্ড: ৫ ম্যাচে ৫ পয়েন্ট (নেট রান রেট: +০.৫৪৭)
৪. শ্রীলঙ্কা: ৫ ম্যাচে ৪ পয়েন্ট (নেট রান রেট: -০.৪৫৭)
৫. আয়ারল্যান্ড: ৫ ম্যাচে ৩ পয়েন্ট (নেট রান রেট: -১.৬১৫)
৬. আফগানিস্তান: ৫ ম্যাচে ২ পয়েন্ট (নেট রান রেট: -০.৫৭১)
হারলেই বিদায় ইংল্যান্ডের
সুপার টুয়েলভে গ্রুপ ওয়ানের ছবিটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে। নিউজিল্যান্ড ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইতিমধ্যেই। ৭ পয়েন্ট সংগ্রহ করেও অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে রয়েছে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের উপর। ৫ পয়েন্টে থাকা ইংল্যান্ড জিতলে ৭ পয়েন্টে পৌঁছে যাবে। তারা নেট রান-রেটের নিরিখে অস্ট্রেলিয়াকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেবে। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে অস্ট্রেলিয়াকে। তবে শ্রীলঙ্কা জিতলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইংল্যান্ড। সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। সুতরাং এটা নিশ্চিত যে, শ্রীলঙ্কা জিতুক বা হারুক, অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ড, কোনও এক দলকে সঙ্গে নিয়েই বিদায় নেবে টুর্নামেন্ট থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।