২০২২ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হবে। এবং তার পরেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের নামও ঘোষণা করা হবে। তবে তার আগেই ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা ক্রিকেটারের নাম জানিয়ে দিলেন। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের চিন্তাভাবনা জোস বাটলারের থেকে একেবারেই আলাদা। বাটলার বলেছিলেন যে সূর্যকুমার যাদব অনেক বেশি স্বাধীনতার সঙ্গে খেলেছেন এবং তারকা খেলোয়াড়দের মধ্যে নিজের একটি আলাদা জায়গা তৈরি করে ফেলেছিলেন।
আরও পড়ুন… IPL First Trade for 2023 Season: RCB থেকে ঘরে ফিরলেন অজি তারকা, আবারও নামবেন MI-এর জার্সি গায়ে
ইংল্যান্ডের অধিনায়ক জোস বাটলার বলেন, ‘আমার মনে হয় সূর্যকুমার যাদব। আমি মনে করি আমার জন্য সূর্যকুমার যাদব এমন একজন খেলোয়াড়, যিনি বেশি স্বাধীনতার সঙ্গে খেলেছেন। তারকাখচিত লাইন-আপে তিনি সবার নজর কেড়েছেন। সে যেভাবে খেলেছে তা অসাধারণ। আমাদেরও সেই শীটে কিছু খেলোয়াড় আছে- স্যাম কারান এবং অ্যালেক্স হেলস। ফাইনালে ভালো করলে ওরা আমার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারে।’
আরও পড়ুন… দ্রাবিড় অ্যান্ড কোম্পানিকে বিশ্রাম দিয়ে নতুন সাপোর্ট স্টাফ নিয়ে নিউজিল্যান্ডে যাচ্ছেন লক্ষ্মণ
অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তাঁর দলের তারকা অলরাউন্ডার শাদাব খানকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন। টুর্নামেন্টে তিনি ১০উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ৫২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। বাবর আজম বলেছিলেন, ‘আমি মনে করি শাদাব খান যেভাবে খেলছেন তার হওয়া উচিত। তার বোলিং দুর্দান্ত হয়েছে। তাঁর ব্যাটিংয়েও উন্নতি হয়েছে। গত তিন ম্যাচে তাঁর দুর্দান্ত ফিল্ডিং পারফরম্যান্সের সঙ্গে তাঁর দুর্দান্ত ফিল্ডিং তাঁকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের প্রধান প্রতিযোগী করে তুলেছে।’
আইসিসি শুক্রবার এমন ৯ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে, যারা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন। বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব দু’জনেই এই তালিকায় জায়গা পেয়েছেন। একইসঙ্গে এই তালিকায় রয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার শাদাব খানও শাহিন শাহ আফ্রিদি। এছাড়াও ইংল্যান্ডের তিনজন খেলোয়াড় স্যাম কারান, জোস বাটলার ও অ্যালেক্স হেলস এই তালিকায় রয়েছেন। জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা এই তালিকায় জায়গা পেয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।