গ্রুপের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হয় সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু'টি দল চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ায় তাদেরও পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ইংল্যান্ডের মতো ৮। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাও ৮ পয়েন্ট সংগ্রহ করে। প্রোটিয়ারা ব্রিটিশদের বড় ব্যবধানে পরাজিত করতে না পারায় ছিটকে যেতে হয় তাদের।
ম্যাচের সেরা দাসেন
রাবাদা শেষ ওভারে হ্যাটট্রিক করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতালেও ৬০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভ্যান ডার দাসেন।
জিতেও সেমিফাইনালের টিকিট হাতছাড়া
ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নিয়েও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে ম্যাচ হেরেও সেমিফাইনালে পৌঁছে গেলেন মর্গ্যানরা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতোই ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় অল্পের জন্য শেষ চারের টিকিট হাতছাড়া হয় প্রোটিয়াদের। গ্রুপ-১ থেকে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড (+২.৪৬৪) ও অস্ট্রেলিয়া (+১.২১৬)। দক্ষিণ আফ্রিকার নেট রান-রেট +০.৭৩৯।
১০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা
শেষ ওভারে দুরন্ত বোলিং রাবাদার। জয়র জন্য ১৪ রান দরকার ছিল ইংল্যান্ডের। প্রথম তিন বলে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কাগিসো। শেষ ৩ বলে ৩ রান খরচ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আটকে যায় ৮ উইকেটে ১৭৯ রানে। ১০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
রাবাদার হ্যাটট্রিক
১৯.৩ ওভারে জর্ডনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা। ১ বলে খেলে খাতা খোলার আগেই মিলারের হাতে ধরা পড়েন জর্ডন। ইংল্যান্ড ১৭৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক উড।
মর্গ্যান আউট
১৯.২ ওভারে রাবাদার বলে মহারাজের হাতে ধরা পড়েন মর্গ্যান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড ১৭৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আদিল রশিদ।
ওকসকে ফেরালেন রাবাদা
১৯.১ ওভারে ক্রিস ওকসকে ফেরালেন রাবাদা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে নরকিয়ার হাতে ধরা পড়েন ওকস। ইংল্যান্ড ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জর্ডন।
লিভিংস্টোনকে ফেরালেন প্রিটোরিয়াস
১৮.১ ওভারে লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন প্রিটোরিয়াস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৮ রান করে মিলারের হাতে ধরা পড়েন লিয়াম। ইংল্যান্ড ১৬৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস ওকস। ১৯ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৬/৫। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ইংল্যান্ডের। মর্গ্যান ১৭ রানে ব্যাট করছেন।
মালানকে ফেরালেন প্রিটোরিয়াস
১৬.২ ওভারে প্রিটোরিয়াসের বলে রাবাদার হাতে ধরা পড়েন ডেভিড মালান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৩ রান করে ক্রিজ ছাড়েন মালান। ইংল্যান্ড ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান। তিনি প্রথম বলেই চার মারেন। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৫/৪। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ৩৫ রান।
রাবাদাকে পরপর ৩টি ছক্কা হাঁকালেন লিভিংস্টোন
১৬তম ওভারে রাবাদার প্রথম ৩টি বলে পরপর তিনটি ছক্কা মারেন লিভিংস্টোন। আগের ওভারের শেষ বলে প্রিটোরিয়াসকে ছক্কা মারেন মালান। সুতরাং পরপর চারটি বলে চারটি ছক্কা মারেন ইংল্যান্ড। রাবাদার ওভারে মোট ১৯ রান ওঠে। ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৪৪/
১৫ ওভারে ইংল্যান্ড ১২৫/৩
১৫ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। ২৫ বলে ৩৩ রান করেছেন ডেবিড মালান। ২ রানে ব্যাট করছেন লিভিংস্টোন। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৫ রান দরকার ইংল্যান্ডের।
মইনকে ফেরালেন শামসি
১২.২ ওভারে শামসির বলে মিলারের হাতে ধরা পড়েন মইন আলি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৭ রান করে আউট হন মইন। ইংল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। ১৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১১২/৩।
১২ ওভারে ইংল্যান্ড ১০৪/২
১২ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও নেট রান-রেটের নিরিখে ইংল্যান্ডের সেমিপাইনালে যাওয়া আটকাবে না। মইন ৩১ ও মালান ২০ রানে ব্যাট করছেন।
বেয়ারস্টোকে ফেরালেন শামসি
৬.২ ওভারে জনি বেয়ারস্টোকে ফেরালেন শামসি। ৩ বলে ১ রান করে এলবিডব্লিউ হন বেয়ারস্টো। ইংল্যান্ড ৫৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান।
বাটলারকে ফেরালেন নরকিয়া
৫.৩ ওভারে নরকিয়ার বলে বাভুমার হাতে ধরা পড়েন জোস বাটলার। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন বাটলার। ইংল্যান্ড ৫৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫৯/১।
৫ ওভারে ইংল্যান্ড ৫০/০
৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৫০ রান তুলেছে। বাটলার ১৮ ও মইন আলি ৮ রান করে ব্যাট করছেন।
চোট পেয়ে মাঠ ছাড়লেন জেসন
৪.১ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়লেন জেসন রয়। ব্যাট করতে নামেন মই আলি। জেসন ৪টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২০ রান করেছেন।
৩ ওভারে ইংল্যান্ড ২২/০
৩ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। জেসন রয় ১৫ ও জোস বাটলার ৬ রানে ব্যাট করছেন।
ইংল্যান্ডের রান তাড়া করা শুরু
ইংল্যান্ডের হয়ে যথারীতি ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কেশব মহারাজ। প্রথম ওভারে ২ রান ওঠে।
দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৮৯/২
দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত ৯৪ রানে অপরাজিত থাকেন ভ্যান ডার দাসেন। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫২ রান করে নট-আউট থেকে যান মার্করাম। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৯০ রান।
২৪ বলে হাফ-সেঞ্চুরি মার্করামের
২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের জর্ডনের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান মার্করাম।
১৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫০/২
১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলেছে। দাসেন ৫১ বলে ৭৭ রান করেছেন। ১৬ বলে ৩১ রান করেছেন এডেন মার্করাম।
ওকসের ওভারে ২১ রান তোলে দক্ষিণ আফ্রিকা
১৬তম ওভারে ওকসের বলে ২১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২টি ছক্কা মারেন দাসেন। ১টি ছক্কা হাঁকান মার্করাম। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৯/২।
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৮/২
১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে। দাসেন ৪৫ বলে ৬১ রান করেছেন। ১০ বলে ১৫ রান করেছেন মার্করাম।
দাসেনের হাফ-সেঞ্চুরি
৪টি টার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাসি ভ্যান ডার দাসেন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১০৩। দাসেন ৫৭ ও মার্করাম ৪ রানে ব্যাট করছেন।
ডি'কককে ফেরালেন আদিল রশিদ
১১.২ ওভারে কুইন্টন ডি'কককে ফেরালেন আদিল রশিদ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৪ রান করে জেসন রয়ের হাতে ধরা পড়েন ডি'কক। দক্ষিণ আফ্রিকা ৮৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯১/২।
১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭১/১
১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ রান করেছেন কুইন্টন ডি'কক। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৫ রান করেছেন ভ্যান ডার দাসেন।
৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৬/১
৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৫৬ রান তুলেছে। ডি'কক ২৪ ও ভ্যান ডার দাসেন ২৮ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪০/১
পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। ডি'কক ১৩ বলে ১৫ রান করেছেন। ১৫ বলে ২১ রান করেছেন ভ্যান ডার দাসেন।
হেনড্রিক্সকে ফেরালেন মইন আলি
২.৪ ওভারে মইন আলির বলে বোল্ড হন রীজা হেনড্রিক্স। ৮ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।
ম্যাচ শুরু
দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক ও রীজা হেনড্রিক্স। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন মইন আলি। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন ডি'কক।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ
অপরিবর্তিত দল নিয়ে ব্রিটিশদের মোকাবিলায় দক্ষিণ আফ্রিকা।প্লেয়িং ইলেভেন: রীজা হেনড্রিক্স, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (অধিনায়ক), এডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি।
ইংল্যান্ডের প্রথম একাদশ
টাইমাল মিলস চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় মাঠে নামার সুযোগ মেলে মার্ক উডের। প্লেয়িং ইলেভেন: জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও মার্ক উড।
টস জিতল ইংল্যান্ড
শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করতে ডাকেন প্রোটিয়াদের। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার।