HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > ENG vs SA: দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচ জেতালেন রাবাদা, জিতেও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার

ENG vs SA: দুরন্ত হ্যাটট্রিকে ম্যাচ জেতালেন রাবাদা, জিতেও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার

রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত হয়েও শেষ চারে ইংল্যান্ড।

কাগিসো রাবাদা। ছবি- আইসিসি।

গ্রুপের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হয় সুপার টুয়েলভ গ্রুপ-১ থেকে কোন দু'টি দল চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করে। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়ায় তাদেরও পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ইংল্যান্ডের মতো ৮। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকাও ৮ পয়েন্ট সংগ্রহ করে। প্রোটিয়ারা ব্রিটিশদের বড় ব্যবধানে পরাজিত করতে না পারায় ছিটকে যেতে হয় তাদের।

06 Nov 2021, 11:30 PM IST

ম্যাচের সেরা দাসেন

রাবাদা শেষ ওভারে হ্যাটট্রিক করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জেতালেও ৬০ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ভ্যান ডার দাসেন।

06 Nov 2021, 11:24 PM IST

জিতেও সেমিফাইনালের টিকিট হাতছাড়া

ইংল্যান্ডের বিরুদ্ধে উত্তেজক জয় তুলে নিয়েও সেমিফাইনালে যাওয়া হল না দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে ম্যাচ হেরেও সেমিফাইনালে পৌঁছে গেলেন মর্গ্যানরা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতোই ৫ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় অল্পের জন্য শেষ চারের টিকিট হাতছাড়া হয় প্রোটিয়াদের। গ্রুপ-১ থেকে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড (+২.৪৬৪) ও অস্ট্রেলিয়া (+১.২১৬)। দক্ষিণ আফ্রিকার নেট রান-রেট +০.৭৩৯।

06 Nov 2021, 11:18 PM IST

১০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

শেষ ওভারে দুরন্ত বোলিং রাবাদার। জয়র জন্য ১৪ রান দরকার ছিল ইংল্যান্ডের। প্রথম তিন বলে তিনটি উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কাগিসো। শেষ ৩ বলে ৩ রান খরচ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার ২ উইকেটে ১৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আটকে যায় ৮ উইকেটে ১৭৯ রানে। ১০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। 

06 Nov 2021, 11:16 PM IST

রাবাদার হ্যাটট্রিক

১৯.৩ ওভারে জর্ডনকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা। ১ বলে খেলে খাতা খোলার আগেই মিলারের হাতে ধরা পড়েন জর্ডন। ইংল্যান্ড ১৭৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক উড।

06 Nov 2021, 11:15 PM IST

মর্গ্যান আউট

১৯.২ ওভারে রাবাদার বলে মহারাজের হাতে ধরা পড়েন মর্গ্যান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৭ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। ইংল্যান্ড ১৭৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আদিল রশিদ।

06 Nov 2021, 11:12 PM IST

ওকসকে ফেরালেন রাবাদা

১৯.১ ওভারে ক্রিস ওকসকে ফেরালেন রাবাদা। ১টি ছক্কার সাহায্যে ৩ বলে ৭ রান করে নরকিয়ার হাতে ধরা পড়েন ওকস। ইংল্যান্ড ১৭৬ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জর্ডন।

06 Nov 2021, 11:07 PM IST

লিভিংস্টোনকে ফেরালেন প্রিটোরিয়াস

১৮.১ ওভারে লিয়াম লিভিংস্টোনকে ফেরালেন প্রিটোরিয়াস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৮ রান করে মিলারের হাতে ধরা পড়েন লিয়াম। ইংল্যান্ড ১৬৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ক্রিস ওকস। ১৯ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ১৭৬/৫। শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ইংল্যান্ডের। মর্গ্যান ১৭ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 10:56 PM IST

মালানকে ফেরালেন প্রিটোরিয়াস

১৬.২ ওভারে প্রিটোরিয়াসের বলে রাবাদার হাতে ধরা পড়েন ডেভিড মালান। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩৩ রান করে ক্রিজ ছাড়েন মালান। ইংল্যান্ড ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ইয়ন মর্গ্যান। তিনি প্রথম বলেই চার মারেন। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১৫৫/৪। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ৩৫ রান।

06 Nov 2021, 10:55 PM IST

রাবাদাকে পরপর ৩টি ছক্কা হাঁকালেন লিভিংস্টোন

১৬তম ওভারে রাবাদার প্রথম ৩টি বলে পরপর তিনটি ছক্কা মারেন লিভিংস্টোন। আগের ওভারের শেষ বলে প্রিটোরিয়াসকে ছক্কা মারেন মালান। সুতরাং পরপর চারটি বলে চারটি ছক্কা মারেন ইংল্যান্ড। রাবাদার ওভারে মোট ১৯ রান ওঠে। ১৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৪৪/

06 Nov 2021, 10:46 PM IST

১৫ ওভারে ইংল্যান্ড ১২৫/৩

১৫ ওভার শেষে ইংল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। ২৫ বলে ৩৩ রান করেছেন ডেবিড মালান। ২ রানে ব্যাট করছেন লিভিংস্টোন। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৬৫ রান দরকার ইংল্যান্ডের।

06 Nov 2021, 10:33 PM IST

মইনকে ফেরালেন শামসি

১২.২ ওভারে শামসির বলে মিলারের হাতে ধরা পড়েন মইন  আলি। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৩৭ রান করে আউট হন মইন। ইংল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। ১৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ১১২/৩।

06 Nov 2021, 10:31 PM IST

১২ ওভারে ইংল্যান্ড ১০৪/২

১২ ওভার শেষে ইংল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ১০৪ রান তুলেছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও নেট রান-রেটের নিরিখে ইংল্যান্ডের সেমিপাইনালে যাওয়া আটকাবে না। মইন ৩১ ও মালান ২০ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 10:05 PM IST

বেয়ারস্টোকে ফেরালেন শামসি

৬.২ ওভারে জনি বেয়ারস্টোকে ফেরালেন শামসি। ৩ বলে ১ রান করে এলবিডব্লিউ হন বেয়ারস্টো। ইংল্যান্ড ৫৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মালান। 

06 Nov 2021, 09:58 PM IST

বাটলারকে ফেরালেন নরকিয়া

৫.৩ ওভারে নরকিয়ার বলে বাভুমার হাতে ধরা পড়েন জোস বাটলার। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৬ রান করে ক্রিজ ছাড়েন বাটলার। ইংল্যান্ড ৫৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫৯/১।

06 Nov 2021, 09:54 PM IST

৫ ওভারে ইংল্যান্ড ৫০/০

৫ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৫০ রান তুলেছে। বাটলার ১৮ ও মইন আলি ৮ রান করে ব্যাট করছেন।

06 Nov 2021, 09:50 PM IST

চোট পেয়ে মাঠ ছাড়লেন জেসন

৪.১ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়লেন জেসন রয়। ব্যাট করতে নামেন মই আলি। জেসন ৪টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ২০ রান করেছেন।

06 Nov 2021, 09:41 PM IST

৩ ওভারে ইংল্যান্ড ২২/০

৩ ওভার শেষে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ২২ রান তুলেছে। জেসন রয় ১৫ ও জোস বাটলার ৬ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 09:31 PM IST

ইংল্যান্ডের রান তাড়া করা শুরু

ইংল্যান্ডের হয়ে যথারীতি ওপেন করতে নামেন জেসন রয় ও জোস বাটলার। দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং শুরু করেন কেশব মহারাজ। প্রথম ওভারে ২ রান ওঠে।

06 Nov 2021, 09:20 PM IST

দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৮৯/২

দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলেছে। ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৬০ বলে ব্যক্তিগত ৯৪ রানে অপরাজিত থাকেন ভ্যান ডার দাসেন। ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৫২ রান করে নট-আউট থেকে যান মার্করাম। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৯০ রান।

06 Nov 2021, 09:18 PM IST

২৪ বলে হাফ-সেঞ্চুরি মার্করামের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের জর্ডনের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে যান মার্করাম।

06 Nov 2021, 09:03 PM IST

১৭ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫০/২

১৭ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলেছে। দাসেন ৫১ বলে ৭৭ রান করেছেন। ১৬ বলে ৩১ রান করেছেন এডেন মার্করাম।

06 Nov 2021, 08:58 PM IST

ওকসের ওভারে ২১ রান তোলে দক্ষিণ আফ্রিকা

১৬তম ওভারে ওকসের বলে ২১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ২টি ছক্কা মারেন দাসেন। ১টি ছক্কা হাঁকান মার্করাম। ১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৯/২।

06 Nov 2021, 08:47 PM IST

১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৮/২

১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটের বিনিময়ে ১১৮ রান তুলেছে। দাসেন ৪৫ বলে ৬১ রান করেছেন। ১০ বলে ১৫ রান করেছেন মার্করাম।

06 Nov 2021, 08:37 PM IST

দাসেনের হাফ-সেঞ্চুরি

৪টি টার ও ২টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রাসি ভ্যান ডার দাসেন। ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ১০৩। দাসেন ৫৭ ও মার্করাম ৪ রানে ব্যাট করছেন। 

06 Nov 2021, 08:28 PM IST

ডি'কককে ফেরালেন আদিল রশিদ

১১.২ ওভারে কুইন্টন ডি'কককে ফেরালেন আদিল রশিদ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩৪ রান করে জেসন রয়ের হাতে ধরা পড়েন ডি'কক। দক্ষিণ আফ্রিকা ৮৬ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ১২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯১/২।

06 Nov 2021, 08:15 PM IST

১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭১/১

১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৭১ রান তুলেছে। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ৩২ রান করেছেন কুইন্টন ডি'কক। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৫ রান করেছেন ভ্যান ডার দাসেন।

06 Nov 2021, 08:07 PM IST

৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৬/১

৮ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৫৬ রান তুলেছে। ডি'কক ২৪ ও ভ্যান ডার দাসেন ২৮ রানে ব্যাট করছেন।

06 Nov 2021, 07:58 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪০/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটের বিনিময়ে ৪০ রান তুলেছে। ডি'কক ১৩ বলে ১৫ রান করেছেন। ১৫ বলে ২১ রান করেছেন ভ্যান ডার দাসেন।

06 Nov 2021, 07:44 PM IST

হেনড্রিক্সকে ফেরালেন মইন আলি

২.৪ ওভারে মইন আলির বলে বোল্ড হন রীজা হেনড্রিক্স। ৮ বলে ২ রান করে মাঠ ছাড়েন তিনি। দক্ষিণ আফ্রিকা ১৫ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাসি ভ্যান ডার দাসেন।

06 Nov 2021, 07:34 PM IST

ম্যাচ শুরু

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডি'কক ও রীজা হেনড্রিক্স। ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন মইন আলি। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন ডি'কক।

06 Nov 2021, 07:16 PM IST

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

অপরিবর্তিত দল নিয়ে ব্রিটিশদের মোকাবিলায় দক্ষিণ আফ্রিকা।

প্লেয়িং ইলেভেন: রীজা হেনড্রিক্স, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রাসি ভ্যান ডার দাসেন, তেম্বা বাভুমা (অধিনায়ক), এডেন মার্করাম, ডেভিড মিলার, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নরকিয়া, তাবরাইজ শামসি।

06 Nov 2021, 07:14 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

টাইমাল মিলস চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় মাঠে নামার সুযোগ মেলে মার্ক উডের। 

প্লেয়িং ইলেভেন: জেসন রয়, জোস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডন, আদিল রশিদ ও মার্ক উড।

06 Nov 2021, 07:12 PM IST

টস জিতল ইংল্যান্ড

শারজায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক ইয়ন মর্গ্যান প্রথমে ব্যাট করতে ডাকেন প্রোটিয়াদের। সুতরাং, টস হেরে শুরুতে ব্যাটিং দক্ষিণ আফ্রিকার।

Latest News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট ঘুঘুডাঙা থেকে লস্করের চিঠি পাঠানো হয়েছিল শান্তনু ঠাকুরকে! তদন্তে উঠে এল নয়া তথ্য বরের উপর রীতিমত ছড়ি ঘোরান সুরা! আরবাজ বললেন,‘যবে থেকে প্রেমে পড়েছি তবে থেকেই…’ 'আইনসিদ্ধ উত্তম-মধ্যম দিলে দোষ নেই', বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৫০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, কী হাল অজয়ের ময়দানের? DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? বেগুনি টুপির তালিকায় বড় লাফ খালিলের, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে উত্থান হল শুভমনের প্রকাশ্যে স্ত্রী দীপ্তির থেকে ক্ষমাপ্রার্থনা শ্রেয়সের! কিন্তু কেন?

Latest IPL News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.