বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > রিজওয়ানের সাহসীকতায় মুগ্ধ হয়ে বিশেষ বার্তা লিখলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার

রিজওয়ানের সাহসীকতায় মুগ্ধ হয়ে বিশেষ বার্তা লিখলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার

রিজওয়ানের এই ছবি নিজের টুইটারে পোস্ট করলেন ভিভিএস লক্ষ্মণ (ছবি:টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার ২৪ ঘণ্টা আগে ফুসফুসে সংক্রমণের দরুণ রিজওয়ান আইসিইউতে ভর্তি ছিলেন৷ কিন্তু তারপরেও তিনি সেমিফাইনালে খেলতে নামেন। যা দেখে রিজওয়ানের সাহসীকতার প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার ২৪ ঘণ্টা আগে ফুসফুসে সংক্রমণের দরুণ রিজওয়ান আইসিইউতে ভর্তি ছিলেন৷ কিন্তু তারপরেও তিনি সেমিফাইনালে খেলতে নামেন। শুধু মাঠে নামেন না দেশের জার্সিতে অর্ধশতরানও করেন৷ তিনি একজন প্রকৃত যোদ্ধা৷ তাঁর সাহসের প্রশংসা করলেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ৷ রিজওয়ান যে লড়াকু মনোভাবের পরিচয় রেখেছেন সেটা দেশ,কাল, সীমানার গণ্ডি ছাড়িয়েছে। সবাই চাইছেন এই ছেলে আগামী দিনে নিজেকে আরও উন্নত করুক। তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই রিজওয়ান জানিয়েছেন পাকিস্তান জিততে পারলে সেটাই সবচেয়ে খুশির খবর হত। অধিকাংশ সময় ম্যাচটা তাদের দখলে ছিল। কিন্তু এটাই টি টোয়েন্টি ক্রিকেট। মন ভেঙে যাওয়া স্বাভাবিক।

তবে সেমিফাইনালে পাকিস্তান হেরে গেলেও মহম্মদ রিজওয়ানের সাহসীকতার প্রশংসা করেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। তিনি মনে করেন রিজওয়ান এই দলটার অন্যতম সেরা শক্তি। এমন লড়াকু চরিত্র ক্রিকেটের সম্পদ। ম্যাচের আগে অবশ্য কেউই জানতেন না রিজওয়ান হাসপাতালে ভর্তি ছিলেন৷ হঠাৎই ওঁর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সেমিফাইনালের ঠিক আগে উইকেটরক্ষক ব্যাটার ভীষণ অসুস্থ ছিলেন৷ পাকিস্তানের ব্যাটিং পরামর্শদাতা ম্যাথু হেডেন ম্যাচের মধ্যে এই খবর নিজে দেন৷

ওপেনিং ব্যাটার এবং উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ান যে সাহস দেখিয়েছেন, তাতে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ। ভিভিএস লক্ষ্মণ টুইটারে জানিয়েছেন রিজওয়ান যে কাজ করেছে তার জন্য কোন প্রশংসা যথেষ্ট নয়। সাহস, একাগ্রতা এবং ইচ্ছাশক্তির এমন উদাহরণ নজিরবিহীন। এই সাহস অনেকদিন মনে থাকবে। তিনি নিজের টুইটারে লেখেন, ‘সাহস, সংকল্প এবং স্থিতিস্থাপকতার একটি দুর্দান্ত উদাহরণ। দুই দিন আইসিইউতে থাকার পর রিজওয়ানের সাহস এবং লড়াই, সত্যিই অনুপ্রেরণাদায়ক। খেলাধুলা হল একটি মহান শিক্ষক এবং প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

বন্ধ করুন