টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগের ঘটনা। ফর্মের জন্য আইপিএলের টিম সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। এমন কী শেষের দিকে কয়েকটি ম্যাচে তো ওয়ার্নার টিমের সঙ্গে মাঠেও যাননি। হোটেলেই ছিলেন। তারও আগে ভারতে অনুষ্ঠিত আইপিএলের প্রথম পর্বে টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ার্নারকে। আর এই ঘটনাগুলোই ওয়ার্নারকে তাতিয়ে দিয়েছে বলে দাবি করেছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থেকে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্টের সেরাও হয়েছেন তিনি।
বিশ্বকাপের সাত ম্যাচ খেলে ২৮৯ রান করেছেন ওয়ার্নার। শেষ তিনটি ম্যাচে যথাক্রমে ৮৯ (অপরাজিত), ৪৯ এবং ৫৩ রান করেছেন। ম্যাচের পর ওয়ার্নারের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধন্যবাদ জানিয়েছেন হায়দরাবাদের টিম এবং ওয়ার্নারের সমালোচকদের। ফিঞ্চের মতে,, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে, কয়েক সপ্তাহ আগে লোকে বলেছিল, ও নাকি ফুরিয়ে গিয়েছে। এটা অনেকটা ভল্লুককে খোঁচা মারার মতন।’
কেভিন পিটারসেনের পর ওয়ার্নার দ্বিতীয় খেলোয়াড়, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল থেকে প্লেয়ার-অফ-দ্য-টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন। বিশ্বকাপের আগে অন্যরা ওয়ার্নারের উপর বিশ্বাস না রাখলেও, আস্থা রেখেছিলেন অজি অধিনায়ক। যে কারণে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ফিঞ্চ বলেন, ‘আমি কয়েক মাস আগে জাস্টিন ল্যাঙ্গারকে (অস্ট্রেলিয়া কোচ) ফোন করে বলেছিলাম, ডেভিকে নিয়ে চিন্তা করবেন না, ও-ই ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে। ও সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন। এবং ও একজন যোদ্ধা। পাশাপাশি এমন একজন প্লেয়ার, যার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, তখনই ডেভিড ওয়ার্নারের থেকে সেরাটা পাওয়া যায়।’