ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ দেখে অবাক হয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে তিনি কিছু বুঝতে পারছেন না। ইনজামাম দাবি করেছেন যে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রতিযোগিতাটি টুর্নামেন্টের অন্যতম বড় প্রতিযোগিতা ছিল। সেই ম্যাচে ভারত কীভাবে এত খারাপ পারফরম্যান্স করল সেটাই ভাবাচ্ছে ইনজামামকে।
নিজের ইউটিউব চ্যানেলে এই ম্যাচের ব্যাখ্যা করেছেন ইনজামাম। তিনি বলেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচের পরে এই ম্যাচটি ছিল সবচেয়ে বড় ম্যাচ। এমনকি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের চেয়েও বড় ম্যাচ ছিল এটা। ভারত যেভাবে খেলেছে তাতে আমি হতবাক। তিনি একেবারেই হতাশ হয়ে পড়েছিলেন। এত বড় দল কীভাবে এত চাপে পড়ে গেল তা আমি বুঝ উঠতে পারছি না।’
ইনজামাম বুঝতে পারছেন না কীভাবে স্পিনারদের বলে ভারতীয়রা বেশি রান তুলতে পারলনা। কী করে ভারতের মজবুত ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে মিচেল স্যান্টনার এবং ইশ সোধি কঠিন স্পেল চালিয়ে গেলেন। দুই কিউয়ি স্পিনার মিলিয়ে দিয়েছেন ৮-০-৩২-২ রান। রোহিত শর্মা এবং বিরাট কোহলির উইকেটের জন্য এই লেগ-স্পিনার ইশ সোধিকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। কী করে এটা হল? সেই কারণটা খুঁজে পাচ্ছেন না ইনজামাম উল হক। তিনি বলেন, ‘এই নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো, কিন্তু বিশ্বমানের নয়। ভারতীয় ব্যাটাররা তাদের থেকে বেশি রানও করতে পারেনি। কোহলির শক্তি স্পিন খেলা, এমনকি তিনিও একটিও সিঙ্গল বের করতে সক্ষম হননি।’