প্রথম রাউন্ডের খেলা শেষ হলেও চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই শুরু হয় শনিবার। প্রথম ম্যাচে গতবারের রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই অবিশ্বাস্য ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করলেন গ্লেন ফিলিপস। কিউয়ি তারকার ধরা ক্যাচটি যদি শেষমেশ এবারের বিশ্বকাপের সেরা ক্যাচের তকমা পায়, তাহলে অবাক হওয়ার থাকবে না একটুও।
সিডনিতে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০০ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে।
অস্ট্রেলিয়া ইনিংসের ৮.২ ওভারে মিচেল স্যান্টনারের বল তুলে মারেন স্টইনিস। বল অনেকটা উঁচুতে উঠলেও মাঠের বাইরে যায়নি। ফিলিপস অন্তত ৩০ মিটার দৌড়ে এসে শূন্য শরীর ছুঁড়ে দেন। রীতিমতো হাওয়ায় ভেসে থাকা অবস্থায় ক্যাচ ধরেন তিনি।
ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ১৭.১ ওভারে ১১১ রানে অল-আউট হয়ে যায়। গ্লেন ম্যাক্সওয়েল অজিদের হয়ে সব থেকে বেশি ২৮ রান করেন। ৩টি করে উইকেট নেন টিম সাউদি ও মিচেল স্যান্টনার।
তার আগে নিউজিল্যান্ডের হয়ে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ফিন অ্যালেন ৪২ রানের আগ্রাসী ইনিংস খেলে আউট হন। কেন উইলিয়ামসন ২৩ ও জিমি নিশাম ২৬ রানের যোগদান রাখেন। জোস হ্যাজেলউড ২টি ও অ্যাডাম জাম্পা ১টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।