চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে অভাবনীয় সব ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। তথাকথিত ছোট দলগুলি যেভাবে একের পর এক ম্যাচে চমকে দেয় শক্তিশালী দলগুলিকে, তাতে এবারের বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বলা মোটেও ভুল হবে না।
বিশেষ করে সুপার টুয়েলভে গ্রুপ টু-এর ছবিটা ছিল কার্যত গোলকধাঁধার মতো। ছ'টি দলের মধ্যে একতরফা দাপট দেখাতে পারেনি কেউই। সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে ছোট-বড়র তফাৎ করাই ছিল দুষ্কর। কোন দল কাকে হারাতে পারে, আগেভাগে করা অনুমান ভুল প্রমাণিত হয় শেষমেশ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, শেষদিকে প্রতি ম্যাচে কারা জিতবে, ফেবারিট বেছে নিতেই ভাবতে হচ্ছিল বিশেষজ্ঞদের।
সুপার টুয়েলভের গ্রুপ টু-এ হার-জিতের নিরিখে বিরল একটি বৃত্ত চোখে পড়ে। যেটি হল ঠিক এই রকম-
১. ভারত হারিয়েছে বাংলাদেশকে।
২. বাংলাদেশ হারিয়েছে জিম্বাবোয়েকে।
৩. জিম্বাবোয়ে হারিয়েছে পাকিস্তানকে।
৪. পাকিস্তান হারিয়েছে নেদরল্যান্ডসকে।
৫. নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
৬. দক্ষিণ আফ্রিকা হারিয়েছে ভারতেকে।
আরও পড়ুন:- 'তুমি আরও ভালো', সূর্যকুমারকে কুর্নিশ 'অরিজিনাল' ৩৬০ ডিগ্রি ক্রিকেটার ABD-র
শেষমেশ ভারত ৫টির মধ্যে ৪টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। পাকিস্তান ৩টি ম্যাচ জিতে রানার্স হয়ে সেমিফইনালে পৌঁছয়।
গ্রুপ টু-এর ৬টি দলের হার-জিতের খতিয়ান:-
ভারত (৫ ম্যাচে ৮ পয়েন্ট):
১. পাকিস্তানকে হারিয়ে দেয়।
২. নেদারল্যান্ডসকে পরাজিত করে
৩. দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।
৪. বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নেয়।
৫. জিম্বাবোয়েকে বিধ্বস্ত করে।
পাকিস্তান (৫ ম্যাচে ৬ পয়েন্ট):
১. ভারতের কাছে হেরে যায়।
২. জিম্বাবোয়ের কাছে হার মানে।
৩. নেদারল্যান্ডসকে পরাজিত করে।
৪. দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয়।
৫. বাংলাদেশের বিরুদ্ধে জয় তুলে নেয়।
দক্ষিণ আফ্রিকা (৫ ম্যাচে ৫ পয়েন্ট):
১. বাংলাদেশকে পরাজিত করে।
২. জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায়।
৩. ভারতকে পরাজিত করে।
৪. পাকিস্তানের কাছে হার মানে।
৫. নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়।
আরও পড়ুন:- জওয়ানেরও আছে এই কৃতিত্ব, তবে সূর্যকুমার কেন সেরা, বোঝা যাবে এই পরিসংখ্যানেই
নেদারল্যান্ডস (৫ ম্যাচে ৪ পয়েন্ট):
১. বাংলাদেশের কাছে হেরে যায়।
২. ভারতের কাছে হার মানে।
৩. জিম্বাবোয়েকে হারিয়ে দেয়।
৪. পাকিস্তানের কাছে পরাজিত হয়।
৫. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তুলে নেয়।
বাংলাদেশ (৫ ম্যাচে ৪ পয়েন্ট):
১. দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়।
২. নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়।
৩. জিম্বাবোয়েকে পরাজিত করে।
৪. ভারতের কাছে হার মানে।
৫. পাকিস্তানের কাছে পরাজিত হয়।
জিম্বাবোয়ে (৫ ম্যাচে ৩ পয়েন্ট):
১. দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যায়।
২. পাকিস্তানকে হারিয়ে দেয়।
৩. বাংলাদেশের কাছে হার মানে।
৪. নেদারল্যান্ডসের কাছে হেরে যায়।
৫. ভারতের কাছে পরাজিত হয়।