বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > প্রথম রাউন্ডের খেলা শেষ, দেখে নিন T20 বিশ্বকাপের সুপার টুয়েলভে কারা কোন গ্রুপে জায়গা পেল

প্রথম রাউন্ডের খেলা শেষ, দেখে নিন T20 বিশ্বকাপের সুপার টুয়েলভে কারা কোন গ্রুপে জায়গা পেল

প্রথম রাউন্ডের বাধা টপকানো চার দলের ক্যাপ্টেন। ছবি- আইসিসি।

প্রথম রাউন্ড থেকে উঠে আসা দু'টি দলের বিরুদ্ধে ভারত কবে, কোথায় খেলতে নামবে দেখে নিন।
  • দুই টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা কোন গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে জেনে নিন।
  • প্রথম রাউন্ডের খেলা শেষ। দু'টি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল সুপার টুয়েলভে জায়গা করে নেয়। টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যায় ৪টি দল।

    কারা টিকিট পেল পরের রাউন্ডের?
    # এ-গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নমিবিয়া প্রথম রাউন্ডের বাধা টপকায়।
    # বি-গ্রুপ থেকে স্কটল্যান্ড ও বাংলাদেশ সুপার টুয়েলভে জায়গা করে নেয়।

    কারা ছিটকে গেল?
    # এ-গ্রুপ থেকে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস বিদায় নেয়।
    # বি-গ্রুপ থেকে ওমান ও পাপুয়া নিউ গিনি ছিটকে যায়।

    সুপার টুয়েলভে কারা কোন গ্রুপে?
    # এ-গ্রুপের এক নম্বর দল শ্রীলঙ্কা সুপার টুয়েলভের গ্রুপ-১'এ জায়গা পেল।
    # এ-গ্রুপের দু'নম্বর দল নমিবিয়া সুপার টুয়েলভের গ্রুপ-২'এ জায়গা পায়।
    # বি-গ্রুপের এক নম্বর দল স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ-২'এ জায়গা করে নেয়।
    # বি-গ্রুপের দু'নম্বর দল বাংলাদেশ সুপার টুয়েলভের গ্রুপ-১'এ জায়গা পায়।

    সুপার টুয়েলভের গ্রুপ বিভাগ:-
    গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ।
    গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নমিবিয়া, স্কটল্যান্ড।

    সুপার টুয়েলভ গ্রুপ-টু'এ ভারতের সূচি:-
    ২৪ অক্টোবর (রবিবার): বনাম পাকিস্তান (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
    ৩১ অক্টোবর (রবিবার): বনাম নিউজিল্যান্ড (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
    ৩ নভেম্বর (বুধবার): বনাম আফগানিস্তান (আবু ধাবি, সন্ধ্যা ৭টা ৩০)।
    ৫ নভেম্বর (শুক্রবার): বনাম স্কটল্যান্ড (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।
    ৮ নভেম্বর (সোমবার): বনাম নমিবিয়া (দুবাই, সন্ধ্যা ৭টা ৩০)।

    বন্ধ করুন