শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্যায়ে এই মুহূর্তে আফগানিস্তান দলের কাছে রয়েছে দুটি পয়েন্ট। অঙ্কের বিচারে এখনও সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে রশিদ খানদের সামনে। এই অবস্থায় কিছুটা হলেও ধাক্কা খেল আফগানরা। চলতি টি-২০ বিশ্বকাপের অভিযান শেষ হয়ে গেল তাদের বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটার হজরতউল্লাই জাজাইয়ের। চোটের কারণে তাঁকে দল থেকে সরাতে বাধ্য হল আফগানিস্তান। তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক গুলবদিন নায়েব।
প্রসঙ্গত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাংসপেশিতে টান লেগেছিল হজরতউল্লাহ জাজাইয়ের। সেই ম্যাচে হারতে হয়েছিল আফগানিস্তান দলকে। সেই চোটের কারণে তাঁকে তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলে রাখা হয়নি।তবে নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপর আয়ারল্যান্ড ম্যাচটাও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ফলে সেরে ওঠার জন্য বেশ কিছুটা সময় ও সুযোগ পেয়েছিলেন জাজাই। তবে এরপর পরিস্থিতি খারাপ হয়। তাঁর মাংসপেশির চোটের পাশাপাশি যোগ হয় তলপেট ও কিডনির সমস্যা। ফলে আর ঝুঁকি নিতে রাজি হয়নি আফগানিস্তান বোর্ড। ঝুঁকি এড়াতে জাজাইকে টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আরও পড়ুন:- ৫৭ বলে ১৬২ রান 'বেবি এবি'-র! T20-র ইতিহাসে করলেন তৃতীয় সর্বোচ্চ রান
জাজাইয়ের জায়গায় দলে নেওয়া হয়েছে গুলবদিন নায়েবকে। ৩১ বছর বয়সি এই অল-রাউন্ডার স্ট্যান্ড-বাই তালিকায় ছিলেন। আফগানিস্তানের বিশ্বকাপ দলে তাঁর অন্তর্ভুক্তি অনুমোদন করেছে আইসিসি। উল্লেখ্য স্ট্যান্ড-বাইয়ে থাকার কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই ছিলেন নায়েব। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়কও ছিলেন তিনি। নায়েব দেশের হয়ে সর্বশেষ টি-২০ খেলেছেন গত বছর নভেম্বরে। প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তবে জাজাইকে এক্ষুনি দেশে ফেরত পাঠানো হবে কি না, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি এসিবি।
আরও পড়ুন:- রোহিতরা নাকি ইচ্ছাকৃতভাবে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে! পাক প্রাক্তনীর বড় দাবি
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ (অপরাজিত ১৬২) রানের ইনিংস খেলার নজির রয়েছে জাজাইয়ের। তবে বর্তমানে ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। শেষ ৫ ইনিংসে ১২.৬০ গড়ে তিনি করেছেন মাত্র ৬৩ রান। স্ট্রাইক রেট ৭৮.৭৫। প্রসঙ্গত আফগানরা তাদের পরবর্তী ম্যাচে ব্রিসবেনের গাব্বায় শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।