বাংলা নিউজ > ময়দান > টি২০ বিশ্বকাপ > 'তাহলে কি উইলিয়ামসনরা বুর্জ খলিফা দেখতে আমিরশাহি এসেছেন?' জাফরের হাতে ট্রোলড হলেন পিটারসেন

'তাহলে কি উইলিয়ামসনরা বুর্জ খলিফা দেখতে আমিরশাহি এসেছেন?' জাফরের হাতে ট্রোলড হলেন পিটারসেন

ওয়াসিম জাফর ও কেভিন পিটারসেন। ছবি- টুইটার।

পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া ইংল্যান্ডকে আর কেউ হারাতে পারবে না, টুইটারে এমন দাবির জন্যই ট্রোলড হলেন কেভিন পিটারসেন।

নিউজিল্যান্ডের কাছে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের হারের পর সোস্যাল মিডিয়ায় কেভিন পিটারসেনেকে ট্রোল করলেন ওয়াসিম জাফর। কেপিকে বিদ্রুপ করতে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামনের মুখে হিন্দি সংলাপ বসিয়ে এমকি মিম পোস্ট করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।

নভেম্বরের শুরুতে পিটারসেনের করা একটি টুইটেরই জন্যই প্রাক্তন ব্রিটিশ তারকাকে খোঁচা দেন জাফর। গত ২ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় পিটারসেন দাবি করেন যে, কেবল পাকিস্তান ও আফগানিস্তানই এই বিশ্বকাপের ইংল্যান্ডকে হারাতে পারে। তাও শারজার পুরনো পিচে খেলা হলে তবেই ইংল্যান্ডকে হারানো যাবে। নাহলে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হবে।

এখন আবু ধাবিতে নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর জাফরের বিদ্রুপ, তাহলে কেন উইলিয়ামসনরা কি আমিরশাহিতে বুর্জ খলিফা দেখেত এসেছেন?

পিটারসেন টুইট কেরছিলেন, ‘কেবল পাকিস্তান ও আফগানিস্তান এই টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারে। তবে একটা বড়সড় কিন্তু রয়েছে। ম্যাচ আয়োজিত হতে হবে শারজার ব্যবহৃত পিচে। অন্যথায় ইংল্যান্ডের হাতে ট্রফি তুলে দিতে হবে ঠিক যেমনটা এখনই চেলসির হাতে ইপিএলের ট্রফি তুলে দেওয়া উচিত।’

এই টুইটের প্রক্ষিতেই জাফর একটি মিম পোস্ট করেন, যেখানে উইলিয়ামসের মুখে বসানো হয়েছে এই সংলাপ, ‘হ্যাঁ, আমরা তো এখানে শুধু বুর্জ খলিফা দেখতে এসেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন